কৃষির আধুনিকায়নের জন্য প্রযুক্তি উন্নয়নের কাজ চলছে

339

কৃষিমন্ত্রী

আমরা শুধু গার্মেন্টসের ওপর নির্ভরশীল থাকব না। কৃষিও দেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে। এক সময়ের খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্য রপ্তানির যোগ্যতা অর্জন করেছে। এখন কৃষির আধুনিকায়নের কাজ চলছে। আমরা এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন করেছি এখন এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ কথা বলেছেন।

গত বুধবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এফএও-এর যৌথ উদ্যোগে আয়োজিত ই-পেস্ট সার্ভিল্যান্স ও ফল আর্মিওয়ার্ম প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি উলেস্নখ করেন, দেশে আর কারোই অভুক্ত থাকার সুযোগ নেই। পুষ্টি ও নিরাপদ খাদ্য অবশ্যই নিশ্চিত করবে সরকার। আগাম বৃষ্টির কারণে এ বছর পেঁয়াজের উৎপাদন কম হয়েছে- তাই দাম অস্বাভিক বেড়েছে বলে উলেস্নখ করেন তিনি বলেন, দ্রম্নতই বিদেশ থেকে পেঁয়াজ আনার ব্যবস্থা করা হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে দানাদার খাদ্য তালিকায় ভুট্টার তেমন অবদান ছিল না। দেশের কৃষি বিজ্ঞানীরা উন্নতজাত উদ্ভাবন করেছে। ফলে দেশের ভুট্টার উৎপাদন দিন দিন বেড়ে চলছে। ভুট্টা এখন যুক্ত হচ্ছে পোল্ট্রি শিল্পের সঙ্গে। ভুট্টার ভবিষৎ খুবই ভালো। তবে ভুট্টার জন্য ক্ষতিকর হচ্ছে বিভিন্ন কীটপতঙ্গ। বেশি ক্ষতিকারক হচ্ছে ফল আর্মিওয়ার্ম। এটি দমনের কোনো কীটনাশক নেই।

এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ নজরদারি কৃষির জন্য মঙ্গলজনক হবে। সোলার পদ্ধতিতে পরিবেশবান্ধব কীটপতঙ্গ দমন করার জন্য ই-পেস্ট কার্যক্রম খুবই উপযোগী। অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেন, ২০২১ সালের মধ্যে ভুট্টার উৎপাদন ৬১ লাখ টনে উন্নিত করব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল মুঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ, বিএআরসির চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ