কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

623

করোনা পরিস্থিতি মোকাবেলায় কৃষি খাতে ৫ হাজার কোটি টাকার প্রনোদনা প্যাকেজ ঘোষনা করেছে সরকার ।

রবিবার (১২ এপ্রিল ২০০২ ইং) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সে খুলনা ও বরিশাল বিভাগের জেলাসমুহের সাথে মতবিনিময়ের সময় এ ঘোষণা দেন। ফলে কৃষকরা মাত্র ৫% সুদে ঋণ নিতে পারবেন এ প্যাকেজ থেকে।

শেখ হাসিনা বলেন, কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল তৈরি করবে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে কৃষিখাতে ‍যুক্তদের অল্প সুদে ঋণ দেওয়া হবে। ঋণে সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ। এ তহবিল থেকে গ্রাম এলাকার ক্ষুদ্র ও মাঝারি চাষিরা আর্থিক সহায়তা পাবেন। কৃষি, ফুল, ফল, মৎস্য চাষ, পোল্ট্রি ও ডেইরি খাতে যারা নিয়োজিত, তারা সবাই এই প্রণোদনার আওতায় আসবেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, এই দুই বিভাগের সকল জেলার জেলা প্রশাসক , পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন এ ভিডিও কনফারেন্সে অংশগ্রহন করেন।

ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস

ফার্মসএন্ডফার্মার/১৩এপ্রিল২০