বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ লক্ষ্যে এ সি আই মটরস্ প্রায় এক যুগ ধরে কাজ করে আসছে। আধুনিক ও উন্নতমানের সব কৃষি যন্ত্রপাতি সাধারণ কৃষকের মাঝে ছড়িয়ে দিতে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছে এ সি আই মটরস্।
ইয়ানমার কম্বাইন হারভেস্টার বাজারজাতকরণের অংশ হিসেবে গতকাল ২৫ নভেম্বর ডিজিটাল ডিসপ্লে সম্বলিত দুইটি এলইডি ভ্যান এর উদ্ভোদন করা হয়। অনুষ্ঠানটি উদ্ভোধন উপলক্ষে উপস্থিত ছিলেন এ সি আই মটরস্ ব্যবস্থাপনা পরিচালক ডঃ ফা হ আনসারী, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এ সি আই মটরস্ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
এলইডি ভ্যান দুইটি আগামী এক মাস ধরে বাংলাদেশের বিভিন্ন জেলাচ উপজেলার বড় বড় বাজার ও গ্রামে ইয়ানমার হারভেস্টারের কার্যকারিতা সহ বিভিন্ন ভিডিও ও নাটিকা প্রদর্শন করবে।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ