কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার বিভাগীয় মাসিক সভা

366

comilla

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার আয়োজনে ১১ জুলাই ডিএই’র উপপরিচালকের কার্যালয়ে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের আয়তন ছোট হলেও জনসংখার দিক থেকে যে কোন বৃহত্তর দেশের ছেয়ে জনসংখ্যা অনেক বেশী। তাই খাদ্য ও পুষ্টির চাহিদা নিরাপত্তা নিশ্চিত করে কৃষি কার্যক্রমকে আধুনিক উপায়ে আরো অধিক সমৃদ্ধিতে এগিয়ে নেয়া এ সভার উদ্দেশ্য।

বিভাগীয় মাসিক সভায় সভাপতিত্ত্ব করেন-কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী। তিনি বলেন, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা কৃষি বিভাগের এক মহান দায়িত্ব। কৃষির আধুনিক কার্যক্রম মাঠে প্রয়োগ করায় বাংলাদেশ খাদ্য উৎপাদনে বিশ্ব দরবারে মর্যাদার আসনে স্থান পেয়েছে। এ ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা সকলে আরো অগ্রগামী হয়ে কাজ করবো বলে উপস্থিত সকলকে আহবান জানান।

সভায় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার জেলা ও উপজেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; কৃষি তথ্য সার্ভিস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা, মো. আসিফ ইকবাল।

সংবাদ লেখক: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন