কেঁচো সার তৈরি করার সহজ পদ্ধতি

51

কেঁচো সার তৈরির পদ্বতি
কেঁচো সাধারন জৈব পদার্থ খেয়ে যে মল ত্যাগ করে তাহাই কেঁচো সার।

কেঁচোর প্রাপ্ত বয়স হলে পনের দিন অন্তর অন্তর ডিম পাড়ে।
ডিম ১৮ দিনের মধ্যে পুটে বাচ্চা বের হয়।
একটা কেঁচো তার দৈহিক ওজনের দুই গুন
খাদ্য গ্রহন করে।

কেঁচোর জন্য খাদ্য তৈরির পদ্ধতি
গোবর ২৫/৩০ দিন পঁচাতে হবে কলা গাছ
১৫/২০ দিন পঁচাতে হবে কচুরি সবুজ অংশ। পরিমান গোবর ৭০ কেজি কলা গাছ ২০ কেজি কচুরি ১০ কেজি।
পঁচানোর পর আর্দতা কমানোর জন্য ৪/৫ দিন শুকনো যায়গায় রাখতে হবে।
তার পর হাউজ বা চাড়ি বা রিং যে ভাবেই করেন ওখানে খাদ্য দিয়ে কেঁচো দিয়ে দিবেন। তার পর একটা বস্তা বিজিয়ে দিয়ে
ডেকে দিবেন। কেঁচো সাধারনত অন্ধ কার পছন্দ করে।
বস্তা শুকিয়ে গেলে পানি চিটিয়ে দিবেন।
খাদ্য গুলো ২ দিন পর পর উলোটপালোট
করে দিবেন। ৩৫/৪০ দিনের মধ্যে সার হয়ে যাবে।
সার আরোহন পদ্ধতি
সার উপর থেকে আরোহন করবেন আর কেঁচো গুলো নিচের দিকে চলে জাবে
সারের সাথে যে কেঁচো উঠে আসবে সেই গুলো আরোহনের পদ্ধতি।
আপনি পরবর্তী সময়ে যে খাদ্য দেওয়ার জন্য তৈরি করেছেন ওই খাদ্য দিয়ে হাতে বল বানাবেন ওই বল সারের ভিতর ঢুকিয়ে দিয়ে ৭ দিন রাখবেন ৭ দিন পর বল টা বের করে দেখবেন খাদ্যের জন্য সব কেঁচো
বলের ভিতর ঢুকে গেছে তখন ওই বল আপনার হাউজ বা রিং য়ে দিয়ে দিবেন।
এই ভাবে দুই বার বল ট্যাপ দিয়ে সার থেকে কেঁচো আরোহন করবেন।

বানিজ্যিক ভাবে যারা করবেন হাউজ করার পদ্ধতি।
প্লোর পাকা হতে হবে প্লোর থেকে হাই ১৪/১৮ ইন্চি পাস ৩ ফিট লাম্বা যত টুকু করতে পারেন।
উপরে চাল দিতে হবে যেন বৃষ্টির পানি রোদ না লাগে।
ইঁদুর ব্যাং সাপ পাখি মোরগ হাঁস পিঁপড়া
তেলাপোকা যেন ক্ষতি করতে না পারে তাই
রিং বা হাউজের চার পাশে নেট দিয়ে দিতে হবে।
কখনো গোবরের সাথে চাই ব্যাবহার করা যাবেনা।
আপনার বাসার সবজির উচ্ছিষ্ট ব্যাবহার করতে পারবেন।
উপরে উল্লেখিত
গোবর কলা গাছ ও কচুরিপানার কথা বলা হয়ছে সারের গুনাগুন ভাল হওয়ার জন্য।
আপনি একক ভাবে গোবর দিয়ে করতে পারবেন। কলা গাছ ব্যাবহার করলে কেঁচোর সাস্ত ভাল থাকে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি পানি ও পরবেশ বিজ্ঞান বিভাগের গবেষণাগারের রাসায়নিক বিল্শণনে কেঁচো সারে নিম্মোক্ত পুষ্টিমানের উপস্থিতি পাওয়া যায়।

জৈব পদার্থ ২৮,৩২%
পটাশিয়াম ০,৭৪%
সালফার ০,৭৪%
ম্যাঙ্গনিজ ৭১২ পিপি এম
নাইট্রোজেন ১,৫৭%
ক্যালসিয়াম ২,০০%
আয়রন ৯৭৫ পিপিএম
জিংক ৪০০ পিপিএম
ফসফরাস ১,২৬%
ম্যাগনেশিয়াম ০,৬৬%
কপার ২০০ পিপিএম
বোরন ০,১৬%
জমিতে চাষের জন্য ১৭ টি উপদান প্রয়জন তার মধ্যে কেঁচো সার এ ১২ টি
উপাদান পাওয়া যায়।