কেআইবির সভাপতি কৃষিবিদ সালেহ আর নেই

348

কেআইবি]ৎ

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সভাপতি কৃষিবিদ এএমএম সালেহ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

রোববার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে কেআইবির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সারাদেশের কৃষিবিদগণ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং পরম করুনাময় সৃষ্টিকর্তার নিকট তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।