কোটালীপাড়ায় পল্লি ও কৃষি ঋণ বিতরণ

298

ঋণ

গোপালগঞ্জ: জেলার কোটালীপাড়া উপজেলায় বেসিক ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে পল্লি ও কৃষিঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেসিক ব্যাংক লিমিটেড কোটালীপাড়া শাখায় ৩৯ জন কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা বিতরণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পল্লি ও কৃষিঋণ বিতরণ করেন।

বেসিক ব্যাংকের কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে বেসিক ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নাসির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস, কাউন্সিলর মিজানুর রহমান মিঠু বক্তব্য রাখেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন