কোন জীবাণু কিভাবে মারবেন জানতে ভিজিট করুন

440

জীবাণুনাশকের কন্টাক(Contact) টাইম ১-১০মিনিট

জীবাণূ জীবাণূনাশক

ফাংগাস তুতে

প্রোটোজোয়া সূর্যের আলো,চুন ,ফর্মালিন

রানিক্ষেত ঃ ফর্মালিন ৩%,ফিউমিগেশন,পটাশ ১ঃ৫০০,ক্রিসল ১ঃ১০০০,ইথানল ১ঃ৫।

আই বিঃ(ব্রংকাইটিস) (জেনাস করোনা ভাইরাস) পটাশ (০.01%),ফর্মালিন ১%,এলকোহল ৭০%।

আই বি ডি ঃ পি এইচ ২-১২ তে রেজিস্ট্যান্ট,অনেক জীবাণূনাশকই রেজিস্ট্যান্ট তবে

ফর্মালিন,গ্লুটারেল্ডিহাইড,ক্লোরিন,আয়োডিন,0.5% সোডিয়াম হাইড্রোক্সাইড ভাল কাজ করে।টি এইচ ৪,ভাইরোসিড ও কাজ করে।

এ আই(বার্ড ফ্লু) ঃ ফর্মালিন ,সোডিয়াম হাইপোক্লোরাইড(5.২৫%) সোডিয়াম হাইড্রক্সাইড ২%।সোডিয়াম কার্বোনেট,ফেনল কাজ করে।

ফিজিকেল (তাপ,সূর্যের আলো,ড্রাইনেস )কেমিকেল ( ফর্মাল্ডিহাইড,সোডিয়াম হাইপোক্লোরাইড) এসবের প্রতি এ আই রেজিস্ট্যান্ট।

মেরেক্স ঃ সব কেমিকেল জীবানূনাশক (ফর্মাল্ডিহাইড) কাজ করে।

আই এল টিঃ ফেনল,কোয়াটারী এমোনিয়াম কম্পাউন্ড, ফরমাল্ডিহাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড ভাল কাজ করে।

আই বি এইচ এবং রিওঃ

ইথার,ক্লোরোফর্ম,পি এইচ ,তাপমাত্রা,ফর্মাল্ডিহাইড এর প্রতি রেজিস্ট্যান্ট তবে আয়োডাইড ভাল কাজ করে।

ই ডি এসঃ পি এইচ ৩-১০ ,ইথার ,ক্লোরোফর্ম এ রেজিস্ট্যান্ট তবে ০.৫% ফর্মাল্ডিহাইড গ্লুটারিল্ডিহাইড কাজ করে।

এ ইঃ(এভিয়ান এনসেফালোমাইয়েলাইটিস)ঃ পরিবেশের প্রতি রেজিস্ট্যান্ট

ই কলাইঃ সব জীবাণূনাশক কাজ করে যেমন ফেনল ,ক্রিসল এবং ব্লিচিং কাজ করে

পুলোরামঃ সব জীবাণূনাশক কাজ করে

পক্সঃ অনেক জীবাণূনাশক রেজিস্ট্যান্ট তবে ১-২% সোডীয়াম হাইড্রোক্সাইড ভাল কাজ করে।

টাইফয়েড ঃ ক্রিসল এবং ফেনল ভাল কাজ করে

কলেরাঃ ১% ফর্মালিন,১% কস্টিক সোডা,১% ফেনল,আধুনিক সব জীবাণুনাশক কাজ করে।

লিউকোসিসঃ যে কোন জীবাণূনাশক

করাইজাঃ করাইজা্র জীবাণু ৫-৬ ঘন্টার বেশি মুরগির সংস্পর্শ ছাড়া বাহিরে বাঁচতে পারে না।

মাকোপ্লাজমোসিসঃ সব জীবাণূনাশক এবং তাপে মারা যায়।বাহক ছাড়া ৬ ঘন্টা বাঁচে কিন্তু জৈব পদার্থে ১৮মাস বাঁচে ।

ফার্মসএন্ডফার্মার/২৬সেপ্টেম্বর২০