কোন হাটে কোন জাতের গরু পাবেন, জেনে নিন হাটবার

1641

1. কুমিল্লার চান্দিনা তে শনি ও মঙ্গালবার হাট, ষাঁড় গরু বেশী উঠে।
2. হযরতপুর হাটবার প্রতি শনিবার ঢাকার কাছের হাট।
3. পাড়াগ্রাম (সেরুমিয়া) হাটবার প্রতি বুধবার।
4. নোয়াখালি, রামগঞ্জ। সোনাপুর বাজার অনেক দেশী গরুর সমাহার।
5. মিটাপুকুর থানা, জেলা রংপুর, বৈরাতি হাট, বিশাল গরুর হাট। হাটবার শনিবার মঙ্গলবার, বেশীরভাগ দেশী গরু পাওয়া যায়।
6. চাপারহাট সোম এবং শুক্র বার।
7. গাজীপুর কাপাসিয়া থানা আমরাইদ হাট প্রতি মঙ্গলবার।
8. রাজবাড়ী জেলা প্রতি রবি ও বৃহসপ্রাতিবার বিশাল গরুর হাট।
9. গোবিন্দগঞ্জ (গোলাপবাগ) হাট প্রতি রবি ও বৃহস্পতিবার হাট। দেশি বিদেশি গরু পাওয়া যায়
10. আশুলিয়া হাট প্রতি বুধবার।
11. নাটুয়ারপাড়া হাট। হাটবার প্রতি সপ্তাহের শনিবার।
12. ঝিনাইদহ জেলার ভাটই বাজার, প্রতি রবিবার, দেশি গরু পাওয়া যায়।
13. নেত্রকোনার সিধলি বাজার, শুধুমাত্র শুক্রবার , অনেক দেশি গরু পাওয়া যায় ৷
14. সুনামগঞ্জ জেলার ধরমপাশায় বিশাল হাট। হাটবার প্রতি বৃহস্পতিবার, নেত্রকোনা থেকে ৩২ কিলোমিটার।
15. জংলী শীবপুর, রায়পুরা, নরসিংদী (রবিবার)। বেলাবো,নরসিংদী (শুক্রবার)। নারায়নপুর, বেলাবো,নরসিংদী (নারায়ণপুর, বেলাব, নরসিংদী’র হাট শনি ও মঙ্গলবার বসলেও গরুর হাট কেবল মঙ্গল বার)) পোড়াদিয়া, বেলাবো, নরসিংদী (বৃহস্পতিবার) শ্রীরামপুর, রায়পুরা, নরসিংদী (সোমবার)।
16. কুষ্টিয়ার ভাদালিয়া হাট,শনিবারে
17. সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ পশুর হাট দেবহাটা উপজেলার পারুলিয়া।
18. চান্দাইকোনা, শেরপুর, বগুড়া প্রতি মঙ্গলবার।
19. জয়পুরহাট জেলা হাট, শনিবার, পাঁচবিবি, জয়পুরহাট মঙ্গলবার
20. গোবিন্দাসী টাঙ্গাইল যমুনা ব্রিজের কাছে।
21. সাগরীকা চট্রগাম, বৃহস্পতিবার।
22. হাতিরদিয়া নরসিংদী রবিবার।
23. পুটিয়াহাট, শিবপুর, নরসিংদী।
24. বনানী হাট। সোমবার,,শুক্রবার। বগুড়া, সদর।
25. ওমরপুর হাট নদীগ্রাম বগুডা । এখানে অনকঅল্প. দামে ষাড় পাওয়া যায়।
26. গাইবান্ধা গরুর হাট গাইবান্ধা বাজার, ইসলামপুর, জামালপুর। হাট বার : সোম ও শুক্র
27. গজারিয়ায় শুধুমাত্র মঙ্গলবার হাট বসে ।
28. নওগাঁ,তাড়াশ,সিরাজগঞ্জ। বৃহস্পতিবারে হাট বসে।
29. এনায়েত পুর, সিরাজগঞ্জ। শুক্রবার হাট বসে, দেশি গরু বেশি পাওয়া যায়। কিছু ইন্ডিয়ান এবং নেপালি গরু
পাওয়া যায়।
30. ডাকুমারা, শিবগঞ্জ (রবিবার)।
31. মহাস্তান হাট (বুধবার)।
32. ধাপের হাট, দুপচাচিয়া, বগুড়া। হাটবার প্রতি রবিবার ও বৃহস্পতিবার।
33. মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ (শনিবার)।
34. ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা। হাটবার প্রতি মঙ্গলবার।
35. আরিচা হাট প্রতি শুক্রবার ও মঙ্গলবার। (আরিচা হাট থেকে গরু ক্রয় করার কিছু সুবিধা
আছে। এই গরুগুলো বেশিরভাগ আসে চর এলাকা হতে। গরুগুলো শুধুমাত্র চরের ঘাস খাওয়ায়
অভ্যাস্ত। চরের এই গরুগুলো মোটাতাজা করন প্রকল্পের জন্য বেশ সুবিধাজনক।)
36. ছনকা বাজার, সাটুরিয়া, মানিকগঞ্জ। শুক্রবার। চরাঞ্চলের গরু পাওয়া যায়।
37. চতুরহাট,বেড়া,সি এন্ড বি বাজার,পাবনা প্রতি মঙ্গলবার (সাহিওয়াল আর পাবনার লাল গরুর জন্য বিখ্যাত )
38. বনগাওহাট ,পাবনা প্রতি মঙ্গলবার।
39. পুষ্পপাড়াহাট ,পাবনা প্রতি সোম ও বৃহস্পতিবার।
40. হাজিরহাট,পাবনা প্রতি মঙ্গল ও শুক্রবার।
41. আওতাপাড়া,পাবনা প্রতি রবি ও বুধবার।
42. চাটমোহর রেলবাজার, প্রতি রবিবার ( গাভীর জন্য বিখ্যাত )
43. অরোনকুলা হাট, ইশ্বরদী ,পাবনা প্রতি মঙ্গলবার ( ফ্রিজিয়ান ও ক্রস গরুর জন্য বিখ্যাত)
44. সখিপুর হাট… প্রতি বুধ ও শুক্রবার (সখিপুর থানা, শরিয়তপুর জেলা) সখিপুরের হাটটি খাশি
এবং ষাড় গরুর জন্যে ভাল।
45. ঘরিষার হাট… প্রতি সোমবার (নড়িয়া থানা, শরিয়তপুর জেলা)
46. ভোজেশ্বর হাট…প্রতি শুক্রবার (নড়িয়া থানা, শরিয়তপুর জেলা) ভোজেশ্বর হাটটি খাশির জন্য বিখ্যাত।

ফার্মসএন্ডফার্মার/০৮ফেব্রুয়ারি২০২১