কোয়েলের ডিম ডিম্বনালীতে আটকে যাওয়ার কারণ ও তার চিকিৎসা

1332

ডিম আটকে যাওয়া

ডিম পাড়ার সময় অনেক কোয়েলের ডিম ডিম্বনালীতে আটকে যায়, বাইরে বের হতে পারে না৷ যেহেতু কোয়েল প্রায় প্রতিদিনই ডিম পাড়ে তাই অধিক উৎপাদনশীল এসব কোয়েলে কখনো কখনো এমনটি ঘটতে দেখা যায়৷

কারণঃ

নিম্নলিখিত কারণে ডিম আটকে যেতে পারে৷ যেমন-

1. ডিমের আকার অনেক বড় হলে ৷

2. ডিমের খোসা খসখসে হলে ৷

3. ডিম পাড়ার সময় এক ধরনের পিচ্ছিল পদার্থের নিঃসরণ কম হলে বা না হলে ৷

4. ডিম্বাশয়ে প্রদাহ বা অন্য কোন রোগ হলে ৷

5. ডিমপাড়া কোয়েলের অত্যাধিক চর্বি হলে ৷

6. ডিম পাড়ার সময় কোয়েলকে বিরক্ত করলে ৷

লক্ষণঃ

এতে নিম্নলিখিত লক্ষণ দেখা দিতে পারে৷ যেমন-

1. কোয়েল সবসময় ছটফট করে ৷

2. ডিম পাড়ার জন্য বারবার যায় কিন্তু ডিম না পেড়ে চলে আসে ৷

3. ঘনঘন কোঁথ দেয় ৷

4. পায়ুপথ দিয়ে রক্ত বের হতে পারে ৷

5. পেটে ডিম ভেঙ্গে গেলে কোয়েল মারা যায় ৷

চিকিৎসাঃ

গরম পানিতে এক টুকরা কাপড় ভিজিয়ে নিয়ে কোয়েলের পায়ুপথের চারদিকটায় হালকাভাবে বুলিয়ে দিতে হবে৷ এরপর আঙুলের সাহায্যে ভেসিলিন জাতীয় পিচ্ছিল পদার্থ পায়ুপথের ভিতর দিয়ে ডিম্বনালীর চারপাশে লাগালে তা পিচ্ছিল হয়, ফলে ডিম বের হয়ে আসে৷

বিশেষ পরামর্শঃ

জন্মের প্রথম সপ্তাহে প্রতি লিটার খাবার পানিতে এক গ্রাম মাত্রায় টেট্রাসাইক্লিন মিশিয়ে পান করালে ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগের কবল থেকে বাচ্চা কোয়েলকে রক্ষা করা সম্ভব হয়৷

ফার্মসএন্ডফার্মার/২৫সেপ্টেম্বর২০