‘কোয়ালিটি ফিডস ক্রিকেট’ টুর্নামেন্ট অনুষ্ঠিত

431

FB_IMG_1583490678038-696x330
দেশের স্বনামধন্য প্রানীখাদ্য উদপাদনকারী প্রতিষ্ঠান ‘কোয়ালিটি ফিডস লিমিটেড ক্রিকেট’-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২০) উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে ‘কোয়ালিটি ফিডস লিমিটেড’ আয়োজিত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনালে কোয়ালিটি এভেন্জার্স কোয়ালিটি চ্যালেঞ্জার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘কোয়ালিটি ফিডস লিমিটেড’। টুর্নামেন্ট সেরা হয়েছেন জেনারেল ম্যানেজার উযায়ের হাফিজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরদার সাব্বির আহমেদ (সিনিয়র ডিজিএম, মার্কেটিং), ডা আব্দুর রহিম (জোনাল ইনচার্জ, রুপসা), ডা মো শরিফুজ্জামান (জোনাল ইনচার্জ, যমুনা), ডা মো সাইফুর রহমান (জোনাল ইনচার্জ, বুড়িগঙ্গা) প্রমুখ।

FB_IMG_1583490682961

এসময় আরো উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা, হেড অফিসের কর্মকর্তারা।

ফার্মসএন্ডফার্মার/০৬মার্চ২০