কোয়েলের বাচ্চা পরিচর্যায় করণীয়

533

kk-1170x635-696x377
কোয়েলের বাচ্চা পরিচর্যায় করণীয় সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। কোয়েল পালনে লাভবান হওয়ার জন্য এর বাচ্চার যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক উপায়ে কোয়েলের বাচ্চার যত্ন না নিলে কোয়েল পালনে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। চলুন জেনে নেই কোয়েলের বাচ্চার পরিচর্যায় করণীয় সম্পর্কে-

কোয়েলের বাচ্চা পরিচর্যায় করণীয়ঃ
১। প্রথমে বাচ্চার জন্য মেঝে পরিষ্কার করে তার উপর ১” পরিমান মত কাঠের গুড়ি বা ধানের তুষ দিতে হবে। এর উপরে পেপার কাগজ বিছাতে হবে।

২। এবার বাচ্চার পরিমান অনুযাই ১৮” ইন্চ উচ্চতার শীট দিয়ে বেড়া দিতে হবে।

৩। এই বেড়ার ভিতরে কোয়েল পাখির বাচ্চা কৃত্রিম তাপ দিতে হবে ৩৫ ডিঃ সেঃ থেকে ৩০ ডিঃ সেঃ পর্যন্ত ৪ সপ্তাহ।

৪। এর ভিতর বাচ্চার জন্য খাবার পাত্রে সুষম খাদ্য ও পানির পাত্রে খাবার পানি সর্রবরাহ করতে হবে।

৫। ২ সাপ্তাহ পর কোয়েল পাখির নিচ থেকে পেপার কাগজ সরিয়ে ফেলতে হবে।

৬। ৪ সপ্তাহের পর কৃত্রিম তাপের দরকার নেই।

৭। এবার পাখি মুক্ত ঘড়ে ছেড়ে লালন পালন করা যাবে।

৮। সাধারনত কোয়েল পাখি ৪০ দিনে ডিম দেয়। তাই ডিম দেয়ার আগে কোয়েল পাখির জন্য উচ্চ প্রটিন যুক্ত খাবর সর্বরাহ করতে হবে। আর ডিম দেয়ার সময় কম প্রটিন যুক্ত খাবার দিতে হয়।

ফার্মসএন্ডফার্মার/১৬ফেব্রু২০২০