ক্যাব বোয়ালখালী উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

351

Boal-Nazer

সাধারণ জনগণের ভোক্তা অধিকার নিশ্চিত করতে সরকার ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ প্রণয়ন করেছেন, ভোক্তা অধিকার অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, প্রাণী, মৎস্য সম্পদ, বিএসটিআইসহ মাঠ পর্যায়ে অনেকগুলি দপ্তরের কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে আইন ও বিধিবিধানগুলো প্রয়োগে দায়িত্বশীল সরকারি প্রতিষ্ঠানগুলোর আইন প্রয়োগে ধীরচলো নীতি ও নানা অযুহাতে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তিতে বিঢম্বনার কারণে জনগণ সংবিধানে প্রদত্ত্ব সাংবিধানিক অধিকারগুলো পুরোপুরি ভোগ করতে পারছে না। যার কারণে ভোক্তা হিসাবে জীবন ও জীবিকার অধিকারগুলো লঙ্ঘিত হলে, প্রতারিত, ভোগান্তির শিকার হলে আইনি প্রতিকার পাচ্ছে না। তাই সাধারণ জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ ছাড়া বিকল্প নেই।

৩ এপ্রিল চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান’র কার্যালয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালখালী উপজেলা কমিটির সভায় বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন।

ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি আলহাজ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মাওলানা কাজী মুহাম্মদ ওবাইদুল হক হাক্কানী।

ক্যাব বোয়ালখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম শাহনেওয়াজ আলী মির্জার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আকতার কামাল চৌধুরী, শামশুল হুদা, সাংবাদিক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইস্কান্দর, শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, রনি বিশ্বাস, রানু মজুমদার, এম মুছিবুর রহমান চৌধুরী, হেলাল উদ্দীন লিপু, এস এম শাহেদ হোসাইন প্রমুখ।

সভায় বিভিন্ন বক্তারা অভিযোগ করেন জনগণের অজ্ঞতা, অসচেতনতা ও অসংগঠিত থাকার সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও প্রতারক চক্র নকল, ভেজালের স্বর্গ রাজ্যে পরিণত করে ফেলেছে। আর ভেজালের পরিধি এখন শুধু খাদ্যের সীমায় সীমিত নয়, এখন জীনবরক্ষা ওষুধ, শিক্ষা, গণপরিবহন, আর্থিক সেবা, বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিকম, ইন্টারনেট, চিকিৎসা ব্যবস্থাসহ জীবন- জীবিকার সবগুলো উপসর্গের রন্দ্রে রন্দ্রে পৌঁছেছে।

আর প্রতারক, ভেজালকারীরা এতোই সংগঠিত ও শক্তিশালী তারা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে বারবার বিভ্রান্ত করছে। তাই এখন প্রয়োজন সঠিক নেতৃত্বে সমাজের সচেতন ও বিবেকবান মানুষগুলোর ঐক্য এবং অধিকার আদায়ে সুসংগঠিত হওয়া। তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষায় হাজারো সংগঠন গড়ে উঠলেও এখানেও প্রতারক চক্র এসমস্ত সংগঠনের নামেও নানা অপকর্ম করে যাচ্ছেন। যা তৃণমূলে মানুষের অধিকার সুরক্ষার পথে বড় অন্তরায়।

সভায় বোয়ালখালী উপজেলায় ক্যাব এর কর্মকান্ড জোরদার করার লক্ষ্যে আগামি রমজান মাসে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তাদের নিয়ে মতবিনিময় সভা করা, সচেতনতামুলক র‌্যালী, বাজার মনিটরিং নিশ্চিত, ভোক্তা অধিকার আইন ও নিরাপদ খাদ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সভার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। একই সাথে ক্যাব বোয়ালখালী উপজেলা কমিটির বর্তমান কমিটির পরিধি বাড়িয়ে ৫১ সদস্য বিশিষ্ঠ উপজেলা কমিটি পুনঃগঠন করা হয়।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম