ক্যারিয়ার গঠনে ‘ইন্টার্নশিপ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ: সিভাসু উপাচার্য

105

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্ন ফিডব্যাক প্রোগ্রাম-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের এক বছরের ইন্টার্নশিপ কর্মসূচি সম্পন্ন করে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) দপ্তরের উদ্যোগে ‘ডিভিএম ইন্টার্ন ফিডব্যাক প্রোগ্রাম-২০২৩’ এর আয়োজন করা হয়।

সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত ফিডব্যাক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।

পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ^াস এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ^বিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. আমীর হোসেন সৈকত।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বলেন, শিক্ষার্থীদেরকে দক্ষ ও আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে ইন্টার্নশিপ কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করে। তাই সিভাসু কর্তৃপক্ষ ইন্টার্নশিপ কর্মসূচিকে সবসময়ই গুরুত্ব দিয়ে থাকে।

ক্যারিয়ার গঠনে ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন ইন্টার্নশিপ প্লেসমেন্টে তোমরা ভালোভাবে কাজ করবে এবং হাতেকলমে কাজ শিখে নিজেদেরকে দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে ইন্টার্নশিপ কর্মসূচির ওপর শিক্ষার্থীরা ৫টি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন। উল্লেখ্য, বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের পাঁচ বছরমেয়াদী ডিভিএম কোর্সের ৫ম বর্ষে শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমের হাতেকলমে শিক্ষা প্রদান করা হয়ে থাকে।