ক্রস ও প্রকৃত ফ্রিজিয়ান গাভী চেনার উপায়

6508

0
ক্রস ও প্রকৃত ফ্রিজিয়ান গাভী দেখতে প্রায় একই রকম। আমাদের দেশে গরু পালন একটি লাভজনক পেশা। গরুর খামার করে সফল হচ্ছেন অনেক বেকার যুবক। গরুর খামার শুরু করতে প্রথমেই আসে গরু কেনার বিষয়টি। খামারের জন্য গাভী কেনার সময় আসল গাভী না চেনার কারণে অনেকেই প্রতারণার শিকার হয়ে থাকেন। আসুন জেনে নেই প্রকৃত ও ক্রস জাতের ফ্রিজিয়ান গাভী চেনার উপায় সম্পর্কে-

ক্রস ও প্রকৃত ফ্রিজিয়ান গাভী চেনার উপায়ঃ

প্রকৃত ফ্রিজিয়ান গাভীর ওলান তুলনামূলকভাবে খুবই বড় আকারের হয়।
প্রকৃত ফ্রিজিয়ান গাভীর লেজ ছোট এবং চিকন।

ক্রস জাতের ফ্রিজিয়ান গাভীর নাভি ঝুলানো থাকে আর প্রকৃত ফ্রিজিয়ান গাভীর নাভি ঝুলানো থাকেনা।
ক্রস জাতের গাভীর দুগ্ধশিরা চিকন ও সরু হয়ে থাকে এবং তা অনেকক্ষেত্রে বুঝা যায়না। প্রকৃত ফ্রিজিয়ান গাভীর দুগ্ধশিরা খুবই স্পষ্ট এবং অনেক মোটা হয়ে থাকে।

প্রকৃত ফ্রিজিয়ান গাভীর জিহ্বা সাদা, শিং সাদা এবং শরীরের সামনের অংশ চিকন / সরু ও পিছনের অংশ ক্রমান্বয়ে বড় হয়ে থাকে।
ক্রস জাতের গাভীর গলকম্বল থাকে আর প্রকৃত ফ্রিজিয়ান গাভীর কোন গলকম্বল থাকেনা অর্থাৎ গলা অনেকটা উটের মত দেখায়।
উপরে উল্লেখিত বিষয়গুলোর কোন একটি বৈশিষ্ট্যর ঘাটতি থাকলে সেই গাভী প্রকৃত ফ্রিজিয়ান গাভী নয়।

ফার্মসএন্ডফার্মার/৭ফেব্রু২০২০