খাঁচায় পোষা পাখির কিছু রোগ ও চিকিৎসা সেবা

979

০১. আবহাওয়া পরিবর্তনের কারনে অসুস্থতা
লক্ষণ সমূহ :
শরীর ফুলিয়ে মুখ গুজে বসে থাকা
কম খাওয়া
আলো বা তাপ পছন্দ করা
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Adovas – 3ml in 1 liter water
Respiron + Multivit
Toycol, Tylocef (tylocin group) + Multivitamin
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
Nuxvom 200 (পাখিদের খাবার পানিতে ৪ ফোটা করে ৩ দিন মিশিয়ে দিতে হবে)
০২. শ্বাসতন্ত্রের অসুস্থতা
লক্ষণ সমূহ :
নাক দিয়ে পানি পরা
ঘড় ঘড় শব্দ করা
কাশি দেয়া
নাক ও মুখ দিয়ে আঠালো বস্তু পরা
জোরে শ্বাস নেয়া
মুখ দিয়ে শ্বাস নেয়া
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Adovas / Toycol, Tylocef (tylocin group) = হালকা ঠাণ্ডা কাশি হলে খাওয়াতে হবে
Tydocol / Tylosef + Oxycentin 20% / Tylodox + Respiron = বেশী ঠাণ্ডা বা কফ থাকলে
(পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে)

খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা = প্রথমে Nuxvom 30 (পাখিকে সরাসরি ১ ফোটা ও খাবার পানিতে ৪ ফোটা করে ২ দিন মিশিয়ে দিতে হবে)
যদি নাক দিয়ে পানি পরে Rush Tox 30 / শীতকালীন সমস্যায় Campfar 30
যদি শুকনা ও ঠাণ্ডা হাঁচি হয় তাহলে Dulcamra 30
যদি ঘড় ঘড় শব্দ করে ও কফ থাকে তবে Antim Tert 30
যদি শুধুমাত্র মুখ হাঁ করে শ্বাস নিতে থাকে তবে Spongia 30 অধিক কার্যকরী
০৩. পরিপাকতন্ত্রের অসুস্থতা (সবুজ পায়খানা)

লক্ষণ সমূহ :
গাঢ় সবুজ / শেওলা রং / পিত্ত রঙের পায়খানা
সবুজ পিচ্ছিল পায়খানা
Vent Area সবুজ হয়ে থাকা
সবুজ পায়খানার সাথে পানির ভাগ বেশী থাকা
পাখি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসা
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
প্রথমে Esb 30 + Electrolite Saline ব্যাবহার করে দেখা যে পাখির পায়খানা স্বাভাবিক হয় কিনা
দ্বিতীয়ত Oxycentin 20% অথবা Human Doxin 100 mg + Esb 30 + Electrolite Saline ব্যাবহার করা
(পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে)
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
Nuxvom 30 ২ দিন দিয়ে অবস্থা পরীক্ষা করতে হবে
অবস্থা পরিবর্তন না হলে IPIKAK 30 ২/৩ দিন দিতে হবে
তারপরেও ভালো না হলে Akonaite 30 ব্যাবহার করা যাবে
যদি কোনোভাবে অবস্থা নিয়ন্ত্রনে না আসে তবে Arcenic 30 ব্যাবহার করা যাবে । কোনও অবস্থাতেই আগেই Arcenic ব্যাবহার করা উচিৎ হবে না ।

০৪. পরিপাকতন্ত্রের অসুস্থতা (চুনা পায়খানা)
লক্ষণ সমূহ :
সাদা চুনের মতো পায়খানা
পায়খানায় পানির পরিমান বেশী
খাবার খাওয়ার পরিমান কমে যাওয়া
পাখির ঝিমান ভাব
চিকিৎসা পদ্ধতি =

ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
প্রথমে Esb 30 + Electrolite Saline ব্যাবহার করে দেখা যে পাখির পায়খানা স্বাভাবিক হয় কিনা
দ্বিতীয়ত Oxycenting 20% অথবা Human Doxin 100 mg + Esb 30 + Electrolite Saline ব্যাবহার করা
(পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে)
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
প্রথমে Nuxvom 30 ২ দিন
দ্বিতীয়ত Pulsetula 30 ৫ দিন

০৫. পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্র উভয়ের অসুস্থতা (viral desease)
লক্ষণ সমূহ :
গাঢ় সবুজ / শেওলা রং / পিত্ত রঙের পায়খানা
সবুজ পিচ্ছিল পায়খানা
Vent Area সবুজ হয়ে থাকা
সবুজ পায়খানার সাথে পানির ভাগ বেশী থাকা
পাখি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসা
নাক দিয়ে পানি ঝরা
ঘড় ঘড় শব্দ করা
কাশি দেয়া
নাক ও মুখ দিয়ে আঠালো বস্তু পরা
জোরে শ্বাস নেয়া
মুখ দিয়ে শ্বাস নেয়া
চোখ দিয়ে পানি পরা
চোখ ফুলে যাওয়া
চিকিৎসা পদ্ধতি

ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Tylodox + Esb 30 + Electrolite Saline
অথবা
Human Doxln 100 + Esb 30 + Tylosef / Tydocol
অথবা
Oxycenting 20% + esb 30 + Toylosef + Electrolite Saline
অথবা
Tylodox + Esb 30 + Eletrolite Saline
বিশেষ দ্রষ্টব্য =
পাখি বেশী দুর্বল হলে প্রয়োজনে Maxfort / Hyperchok Amino মাল্টিভিটামিন দেয়া যাবে ।
পাখি সুস্থ হলে পরবর্তীতে Protexin বা টক দই বা Apple Cider Vinegar (ACV) প্রবায়টিক হিসেবে পাখিকে খাওয়াতে হবে ।

খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
প্রথমে Nuxvom 30 ২ দিন
দ্বিতীয়ত Aconaite 30 ৩ দিন
পরবর্তীতে Arcenic 30 ৩ দিন
যদি পায়খানা ঠিক হয়ে যায়, কিন্তু ঠাণ্ডা ভালো হয় নাই তবে Antim 30 দিতে হবে
যদি ঠাণ্ডা ভালো হয়েছে, কিন্তু পায়খানা সবুজ থাকে তবে IPIKAK 30 দিতে হবে
যদি ঠাণ্ডা ভালো হয়েছে, কিন্তু পায়খানা চুনা থাকে তবে Pulsetula 30 দিতে হবে
যদি চোখ দিয়ে পানি পরে তবে Euphoresia 30 দিতে হবে
০৬. বদহজম

লক্ষণ সমূহ :
খাঁচায় ঝুলে থাকা
বমি বমি ভাব করা বা বমি করা
চঞ্চলতা কমে যাওয়া
কম খাওয়া
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Hemko P.H + Engime
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
Nuxvom 200 (বমি বমি ভাব করলে)
IPIKAK 30 (বমি করে ফেললে)
বিশেষ দ্রষ্টব্য = লেবু ও রসুনের রস মিশ্রিত হালকা লিকার চা অথবা গন্ধ মাদুলি পাতার রস এক্ষেত্রে বিশেষ উপকারি ও কার্যকর ।
০৭. Protozoal Problem – কৃমি ও উকুন (Air Seck Mites)

লক্ষণ সমূহ :
পাখিভ চঞ্চলতা কমে যাওয়া
Vent Area চুলকানো
পালক ঝরা
খাঁচার সাথে শরীর ঘষা
শরীরে ছোট ছোট পোকার অস্তিত্ব
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Acimec Oral Solution (১ লিটার পানিতে ১ মিলি মিশিয়ে ২ দিন – ১৫ দিন পর পর ১ দিন)
Quaviet (জীবাণু ও পরজীবী নাশক দিয়ে পাখির শরীরে স্প্রে করটে হবে । খেয়াল রাখতে হবে যেন পাখির চোখে না লাগে)
খ. হারবাল চিকিৎসা =
নিম পাতা খেতে দেয়া
পাখির শরীরে নিম পাতা সিদ্ধ পানি ভালো করে স্প্রে করা
নিম পাতা সিদ্ধ পানি শুধুমাত্র কৃমি হলেই পাখিকে খেতে দিতে হবে
০৮. Canker / Trichamonasis (ক্যাঙ্কার / ট্রিচামনাসিস)
লক্ষণ সমূহ :
বাচ্চা পাখির খাদ্যনালী সরু হয়ে যাওয়া
পেট থেকে vent area ‘র উপরিভাগ লালছে থেকে কালচে হয়ে যাওয়া
চিকিৎসা পদ্ধতি
=
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Ronidazole গ্রুপের ঔষধ Ronin বা Ronivet
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
Nuxvom 30 (পাখিদের খাবার পানিতে ৪ ফোটা করে ২ দিন মিশিয়ে দিতে হবে)
Marksol 30 (পানিতে ৪ ফোটা করে ৫ দিন)
০৯. Physical Injury
লক্ষণ সমূহ :
মারামারি করে বা আঘাতের কারনে রক্তাক্ত হওয়া
ব্যাথা পাওয়া
পা ফেলতে না পারা
ডানা ঝুলে যাওয়া
খুড়িয়ে খুড়িয়ে হাঁটা
পায়ের হাড় স্থানচ্যুত (Disbalance) হওয়া
চিকিৎসা পদ্ধতি =
হোমিওপ্যাঁথি চিকিৎসা =
ক্ষত স্থানে Calendula Mother Tinqture দিয়ে ভালো করে wash করে দিতে হবে
Arnica 30 (খাবার পানিতে ৪ ফোটা করে ৫ দিন দিতে হবে)
যদি হাড় স্থানচ্যুত (disbalance) হয়, তবে Hyparicum 30 ব্যাবহার করতে হবে
১০. খিঁচলাগা রোগ
লক্ষণ সমূহ :
ঠাণ্ডা নাই, পায়খানা ভালো, তারপরেও ঝিমান ভাব
প্রথমে কিছুক্ষন স্বাভাবিক আবার কিছুক্ষন অস্বাভাবিক
খাঁচার এক কোনায় বসে থাকা
দ্রুত ওজন কমে যাওয়া
জোরে শ্বাস নেওয়া
খাওয়ার চেষ্টা করা কিন্তু কিছুই খেতে না পারা
চিকিৎসা পদ্ধতি =
হোমিওপ্যাঁথি চিকিৎসা =
Nuxvom 30
Browmia 30
১১. পক্ষাঘাত (Paralisis)
লক্ষণ সমূহ :
পাখি হঠাৎ উড়তে না পারা
পা অবশ হয়ে পরা
নড়াচড়া করতে না পারা
কিছুক্ষন পরপর অনবরত ঘার ঘুরানো
চিকিৎসা পদ্ধতি =
ক. ভ্যাটেরিনারী চিকিৎসা
Vitamin B-complex ও Zinc
Calcium
খ. হোমিওপ্যাঁথি চিকিৎসা =
Nuxvom 30 (পাখিদের খাবার পানিতে ৪ ফোটা করে ২ দিন মিশিয়ে দিতে হবে)
Costicum 30 (পানিতে ৪ ফোটা করে ৫ দিন)
হোমিওপ্যাঁথি ঔষধ ব্যাবহারের নিয়মাবলী
০১. হোমিওপ্যাঁথি ঔষধ খালি পেটে খাওয়াতে হয় । হোমিওপ্যাঁথি ঔষধ খাওয়ানোর ২ ঘণ্টা আগে খাবার ও পানি সরানো উচিৎ । হোমিওপ্যাঁথি ঔষধ খাওয়ানোর কমপক্ষে ১ ঘণ্টা পর Seed Mix দেয়া উচিৎ ।
০২. পাখিকে ড্রপার দিয়ে ঔষধ খাওয়ালে পাখির Beack এর side থেকে দিতে হবে । সামনে দিয়ে দিলে ঔষধ ঠিক মতো খাওওান যাবে না বা ঔষধ পরে যাবে ।
০৩. ধৈর্য রাখতে হবে ।
০৪. প্রতিটা ঔষধের জন্য আলাদা আলাদা ড্রপার ব্যাবহার করতে হবে ।

ফার্মসএন্ডফার্মার/২৮সেপ্টেম্বর২০