‘খাদ্যের নিরাপত্তা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

367

‘টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে চতুর্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ‘খাদ্যের নিরাপত্তা’ বিষয়ক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী জেলা কার্যালয় ও রাজশাহী জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী জেলা কার্যালয় ও রাজশাহী জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

আলোচনা সভায় রাজশাহী জেলার নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া নিরাপদ খাদ্য বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত সবার মধ্যে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মৎস্য কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ক্যাব সভাপতি, বিভিন্ন সমিতির সভাপতিগণ এবং বিভিন্ন খাদ্য ব্যবসায়ী ও হোটেল ব্যবসায়ীগণ।

ফার্মসএন্ডফার্মার/০৩ফেব্রুয়ারি২০২১