খামারিদের সারাবছর কাঁচা ঘাসের যোগান দিবে যেসব ঘাস

1054

খামারী ভাইয়েরা সবাই কেমন আছেন।আশা করি ভালো আছেন আমিও ভালো আছি। আপনাদের খামারে সারাবছর কাচা ঘাসের যোগান দিতে ২ ধরনের হাইব্রিড ঘাস যথেষ্ট।

থাই সুপার হাইব্রিড ঘাসের”

বৈশিষ্ট্য সমূহঃ
১. উচ্চ ফলনশীল ও দ্রুত বর্ধনশীল ঘাস।
২. ১ মাস পর পর কাটা যায়
৩. ৩৫ দিনে বয়সী ঘাস ৪-৫ফুট লম্বা হয়
৪. এই ঘাস অনেক নরম হয়।
৫. গ্রীষ্ম, বর্ষা শীত সব ঋতুতেই ফলন।
৬. যেকোন সময় এই লাগানো যায়।
৭. সকল গবাদি পশুতে খায়
৮. প্রোটিনের পরিমাণ ১৬-১৮.১৯%
৮. শুকনো জমিতে চাষ করতে হয়
৯. তেমন কোন বিশেষ যত্নের প্রয়োজন হয় না
১০. প্রথম লাগানোর ৩০-৩৫ দিন পর কাটার উপযোগী হয়
১১. যতবার কাটা যাবে তত বেশী বংশ বিস্তার করবে
১২. একবার লাগালে ৪-৫বছর ফলন পাওয়া যাবে।

জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস

১.এই ঘাস নিচু জমি ৪-৫ মাস পানি থাকে এর মধ্যে মরে না
২.একদম নরম ঘাস
৩.এই ঘাস শুকনাতে ও পানিতে হয়।
৪.সকল গবাদিপশু খায়।
৫.এই ঘাস ৮.২০% প্রাটিন।
৬.হাটু গিড় থেকে কোমর পযন্ত পানি হলেও মরবে না।
৭.যেকোনো মাটিতে হয়।
৮.প্রতি একরে ৮-১০ টন ফলন।
৯. শীত গরমকালে ভালো ফলন হয়।
১০. এক বার লাগালে যতো ইচ্ছা কাটিতে পারবেন।যত কাটবেন ততো বাড়বে।
এই ঘাসের কাটিং কুরিয়ারের মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হচ্ছে।
যোগাযোগ 01721-667898 (ইমো/ হোয়াটসঅ্যাপ)

ফার্মসএন্ডফার্মার/১৫অক্টোবর২০