ব্যবসা যতই ছোট হউক তার স্বাধীনতা নিজের আয়ত্বে,খাটি কৃষক হওয়া, খামারি হওয়া ব্যবসায়ী হওয়া এত সহজ নয়, ভালো ফসল পেতে হলে মনোযোগ সহকারে পরিশ্রম করতে হবে,ভালো মানের বীজ বপন করতে হবে, নিয়মিত পরিচর্যা করতে হবে।
খামারি হতে হলে ভোর বেলায় ফজরের আযানের সময় ঘুম থেকে উঠে সালাত আদায় করে গরুর গোয়ালে ফার্ফে যেতে হবে,
মলমূত্র ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে প্রতিটি গরু ছাগলের ভাবভঙ্গি চঞ্চলতা খেয়াল করতে হবে এমনকি কিছু ক্ষেত্রে পশুর শরীরের তাপমাত্রা মেপে দেখতে হবে, কাজের সময় শরীরে মলমূত্র ময়লা আবর্জনা লাগলে
রাগান্বিত হওয়া যাবেনা, ছোট বাচ্চা পশু গুলোকে কখনো কখনো মাথায় শরীরে হাত বুলিয়ে দিয়ে নিজের সন্তানের মতোই আদর সোহাগ করতে হবে বাচ্চা পশু গুলো ঠিক ভাবে দুধ পাচ্ছে কিনা দৌহিক ওজন বৃদ্ধির গড় রেটিং ঠিকঠাক হচ্ছে কিনা সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে,পশুর শরীরে আঠাইল মাইট উকুন থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে, সময় মতো পরিমাণ মতো কৃমিনাশক দিতে হবে,
পর্যায়ক্রমে টিকাবীজ গুলো দিতে হবে,আশঁ প্রোটিন সুষমা মিনারেল ফাইবার ফসফরাস সেলোনিয়াম পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে হবে,
নিজের কাজ নিজেই করতে হবে, টাকা দিয়ে হয়তোবা রাখাল পাওয়া যাবে কিন্তু সময়পুযোগী সেবাযত্ন পরিসেবা পাওয়া যাবেনা,
বিশেষ প্রয়োজনে রাখাল কাজের লোক রাখলে তার সাথে উত্তম ব্যবহার করবেন, মনে রাখবেন উত্তম ব্যবহার দ্বারা মিষ্টিমুখের কথায় সবকিছুই
জয় করাযায়,পরিশ্রম করতে থাকুন, যেকোনো কর্মের পাশাপাশি ভালো মানের গরু ছাগল পালন করবেন ব্যবসা চালু হয়ে যাবে
ভালো প্রডাক্ট তৈরি করুন ব্যবসার জন্য কাস্টমার খুজতে হবেনা।
কাস্টমার নিজেরাই আপনাকে খুজে নিবে, চিত্রের ছবিগুলো আমাদের পাবনার সফল খামারি সফল কৃষি উদ্যোক্তা বহুবার কৃষি পুরস্কার প্রাপ্ত
জীবনের সাথে কঠোর যুদ্ধ করে সফল একজন মেধাবী
নারী উদ্যোক্তা
মোছাঃ নুরুন্নাহার বেগম,
01768819221
ফার্মসএন্ডফার্মার/ ০৪ এপ্রিল ২০২১