খামারীকে নিঃস্ব করে দেয়ার মত কিছু রোগ

470

খামারীকে নিঃস্ব করে দেয়ার মত কিছু রোগ(মর্টালিটি/ক্ষতির উপর ভিত্তি করে)

ক।খুব বেশি মারাত্বক(সব শেষ হয়ে যায়)

১। ভেলোজেনিক/ভি ভি এন ডি

২। এইচ ৫/এইচ ৭: বেশি মারাত্বক (খামারীর পুজি হারা হবে না কিন্তু লাভজনক হবার সম্বাবনা কম থাকে)

৩।এইচ ৯

৪।মেরেক্স

৫।আই বি

৬। লিউকোসিস

৭।মেসোজেনিক রানিক্ষেত

গ।মারাত্বক(ডায়াগ্নোসিস ও চিকিৎসা সঠিক হলে টিকে থাকা যায়)

৬।কলেরা

৭।টাইফয়েড

৮।গাম্বোরু.

৯।করাইজা

ঘ।কম মারাত্মক( কিছু ক্ষয় ক্ষতি হয়ে পরে ঠিক হয়ে যাবে)

পক্স

ইকলাই

নেক্রোটিক এন্টারাইটিস

নাভিকাচা

ব্রুডার নিউমোনিয়া

লেন্টোজেনিক রানিক্ষেত

চ।কমন ডিজিজ( এসব নিয়েই পোল্ট্রি ব্যবসা)

কক্সিডিওসিস

মাইকোটক্সিকোসিস

মাইকোপ্লাজমোসিস

মাইকোটক্সিন

ছ।সিজনাল

হিট স্টোক

ব্যবস্থাপনাজনিত সমস্যা(ব্যবস্থাপনা না জেনে/মেনে ফার্ম করলে এমন হতে পারে)

ক্যানাবলিজম

প্রলাপ্স

ব্রয়লারের ক্ষেত্রেঃ

১।খুব বেশি মারাত্বক(সব শেষ যায়)

রানিক্ষেত

এ আই( ৫,৭,৯)

২।বেশী মারাত্মক

রিও

আই বি এইচ

গাউট

গাম্বোরু

এসাইটিস

আই বি

৩।মারাত্মক

সাল্মোনেলা

ইকলাই

নাভিকাচা

নেক্রোটিক এন্টারাইটিস

৪।কমন ডিজিজ

কক্সিডিওসিস

মাইকোটক্সিকোসিস

মাইকোপ্লাজমোসিস

সাডেন্ডেথ সিন্ডম

ফার্মসএন্ডফার্মার/ ০৫ জুন ২০২১