খামারীদের মুরগির বাচ্চার চাহিদাপূরণে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি জানায়, খামারীদের মুরগির বাচ্চা সরবরাহ করার জন্য আমাদের কাজ চলছে। অচিরেই খামারীদের মুরগির বাচ্চার চাহিদাপূরণে উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক পরিবেশক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রধান অতিথি হিসেবে পরিবেশক সম্মেলনে (ভার্চুয়ালি) যুক্ত হয়ে আস্থা ফিডের চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী বলেন, পরিবেশকদের ভালো সার্ভিস ও বাজার ব্যবস্থাপনার উন্নয়ক করা হবে। আমাদের কাছে আপনাদের যে সব বিভিন্ন দাবি রয়েছে সেগুলো সমাধানে জন্য আমরা কাজ করছি। আমাদের সাফল্যের আপনারা অংশিদার। এ ধারা অব্যাহত রাখতে আস্থা ফিড প্রয়োজনীয় সকল কিছু করবে। আপনাদের ও খামারীদের মুরগির বাচ্চা সরবরাহ করার জন্য আমাদের কাজ চলছে বলেও জানান তিনি।
সভাপতির বক্তব্যে আস্থা ফিডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদদিন খান বলেন, আমাদের পথচলাটা নিষ্কন্টক ছিল না। নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়ে আমাদের এই অবস্থানে এসেছি। সবার ঐকান্তিক পরিশ্রমে আজ আস্থা ফিড পরিবেশক ও খামারীদের আস্থা অর্জন করেছে। তিনি বলেন, শুরুতে আমরা আমাদের পরিবেশক ভাইরা জানিয়েছিলেন পণ্যের মান ঠিক রাখার জন্য। তখনই আমরা পরিবেশকদের নিশ্চিয়তা দিয়েছিলাম আমাদের যতকষ্টই হোক না কেনো পণ্যের গুনগত মাণ নিশ্চিতে কোনো আপস করবোনা। আমরা শুধুব্যবসা করতে চাই না। আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই দেশ ও জাতির মেধা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে চাই। তিনি আরো বলেন, ফিডের মান উন্নয়ন নিশ্চিত করার জন্য আমাদের একঝাঁক উদ্যমী ও গবেষকরা কাজ করছেন। ফিডের মাণ নিশ্চেতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুনগতমানের কাঁচামাল আমদানি করা হয়ে থাকে। আশাকরি অচিরেই আমরা খামারীদের মুরগির বাচ্চার চাহিদাপূরণে উদ্যোগ নেওয়া হবে।
সম্মেলনে অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন আস্থা ফিডের চিফ অপারেটিং অফিসার (সিওও) এম এ মালেক, চিফ মার্কেটিং অফিসার (সি এম ও) নুরুল মোর্শেদ খান, পরিচালক সাইফুল ইসলাম বাবু, পরিচালক মো: সাজ্জাদ হোসেন চৌধুরী ও সালাউদ্দিন ইমন, সিএনও ডা: আফাজুর রহমান, কৃষিবীদ মো. শাহীন আলমসহ আরও অনেকে।