খামারের জন্য অতি প্রয়োজনীয় উপাদান রক সল্ট, যেভাবে পাবেন

934

রক সল্ট বা হিমালয় পিংক সল্ট গরুকে চেটে খাওয়ার জন্য দেওয়া হয়।

নিউজিল্যান্ডের ট্রায়ালগুলি নিম্নলিখিত ফলাফলগুলি দেখিয়েছিল:-
“গরু, মহিষ, ছাগল, ভেড়া বা ঘোড়া এদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ও উৎপাদন বৃদ্ধি করতে হিমালয় পিংক সল্ট দারুণ ভাবে সহায়তা করে। গরু বা অন্যান্য প্রাণী যখন হিমালয় পিংক সল্ট চাটতে থাকে তখন প্রানীর লালার নিঃসরণ বৃদ্ধি পায়। এতে প্রাণীর হজম সহ সকল শরীরবৃত্তীয় প্রক্রিয়া বৃদ্ধি পায়। এতে গরু অধিক সুস্থ ও অধিক উৎপাদনশীল হয়।”

এই রক সল্ট থেকে ৯২ টি অর্গানিক বা জৈব মিনারেল পাওয়া যায়। যা,প্রানীর শরীরের মিনারেলের অভাব পুরন করে।
✓হজম ক্ষমতা বৃদ্ধি করে।
✓খাবার গ্রহনের রুচি বৃদ্ধি করে।
✓গরুর প্রজনন স্বাস্থ্য উন্নত করে।
✓দুধের উৎপাদন বৃদ্ধি করে।
✓মাংসের উৎপাদন বৃদ্ধি করে।
✓দেখতে সুন্দর ও চকচকে করে।
√ট্রায়ালে দেখা গিয়েছে যে, এই রক সল্ট দুধের ফলন প্রায়13% বৃদ্ধি করে।
√ এক গরু আরেক গরুর শরীর চাটা বন্ধ করে।
√ ধুলোবালি ও দেয়াল চাটা বন্ধ করে।
√ পিকা রোগ হয় না।

√যেসকল গরু সারাদিন জিহবা বের করে রাখে,এই রক সল্ট চাটার ফলে সেই সমস্যা দূর হয়।

খাওয়ানোর নিয়মঃ-
✓গরুর বিশ্রামের জায়গায় এটি রেখে দেওয়া যেতে পারে – চেটে খাওয়ার জন্য।
✓প্রতিদিন ২০ – ৩০মিনিট করে দিনে ১-২ বার চাটার সুজোগ দিন।
√ গরুর সামনে রেখে দিবেন,ওদের যখন প্রয়োজন হবে তখন ওরা চেটে খাবে।
√ বা,গরুর সামনে এটি ঝুলিয়েও রাখতে পারেন।
খামারি ভাই ও বোনেদের জন্য আমরা সবসময়, সুলভ মূল্যে তাদের কাছে রক সল্ট বিক্রি করে থাকি।

যে সকল খামারি ভাই ও বোনেরা, এই রক সল্ট নিতে ইচ্ছুক তারা ইনবক্সে যোগাযোগ করুন।
অথবা,
আমাকে কল করুনঃ ০১৬৩১৭৯৯১৩৮(সিফাত)

ফার্মসএন্ডফার্মার/০৭নভেম্বর২০২০