খামারের জন্য গাভী কেনার সময় যা অবশ্যই খেয়াল রাখবেন

1872

খামারের জন্য গাভী কেনার সময় বিবেচ্য বিষয়সমূহঃ

১। খামারের জন্য গাভী কেনার সময় সবার আগের গাভীর জাত নির্বাচন করতে হবে। গাভী কেনার সময় অবশ্যই অধিক উৎপাদনশীল ও উন্নত জাতের গাভী কিনতে হবে। এতে খামারের উৎপাদন বেশি হবে ও লাভের পরিমাণও তুলনামূলকভাবে বেশি হবে।

২। খামারের জন্য গাভী কেনার ক্ষেত্রে এমন গাভী কিনতে হবে যে গাভী একবার অথবা দুইবার বাচ্চা প্রসব করেছে। এর চেয়ে বেশি বয়সের গাভী খামারের জন্য কেনা ঠিক হবে না। গাভীর বয়স বেশি হলে উৎপাদন কমে যাবে ও খামারে নানা জটিলতার সৃষ্টি হবে।

৩। গাভী কেনার সময় গাভীর কোন রোগ আছে কিনা তা পরীক্ষা করাতে হবে। মারাত্মক কোন রোগে আক্রান্ত গাভী কেনা থেকে বিরত থাকতে হবে। সাধারণ কোন রোগ হলে গাভীকে চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব।

৪। খামারে জন্য ক্রয় করা গাভীর চোখ, মুখ, নাক, চামড়া ও ওলানে কোন সমস্যা বা ক্ষত আছে কিনা তা ভালোভাবে খেয়াল করতে হবে।
৪। গাভী কেনার সময় গাভীর পায়ে কোন সমস্যা আছে কিনা দেখে নিতে হবে। প্রয়োজনে গাভীকে কিছুক্ষন হাটাতে হবে। এছাড়াও গাভীর অন্যান্য অঙ্গ ঠিক আছে কিনা তাও দেখে নিতে হবে।

৬। বিশেষ করে গাভির বাট গুলো ঠিক আছে কিনা দেখতে হবে। অনেক সময় গাভির ৪ বাট দিয়ে সমান দুধ আসেনা। সে দিকে লক্ষ রাখতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ০৭ এপ্রিল ২০২১