খামারে পালন করা গরু সুস্থ আছে কিনা তা বোঝার উপায়

429

খামারে পালন করা গরু সুস্থ আছে কিনা তা বোঝার উপায় আমাদের দেশের বেশিরভাগ খামারিরাই জানেন না। বর্তমানে লাভ বেশি হওয়ায় অনেকেই গরু পালনে আগ্রহী হয়ে উঠেছেন। তবে গরু পালনে লাভবান হওয়ার জন্য গরুর সুস্থতা নিশ্চিত করতে হবে। আসুন তাহলে আজকে জানবো খামারে পালন করা গরু সুস্থ আছে কিনা তা বোঝার উপায় সম্পর্কে- গবাদিপশু পালন , কৃষি পরামর্শ ও খামার উন্নয়ন

খামারে পালন করা গরু সুস্থ আছে কিনা তা বোঝার উপায়
👉 গরুর চোখ যদি উজ্জ্বল, ছলছলে এবং পিচুটি মুক্ত থাকে তাহলে সেটা গরুর সুস্থতার ইংগিত করে।
👉 দেখতে হবে কোন গরুর গোবর কেমন। সুস্থ গরুর গোবর বেশী শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে এবং তাতে বিশ্রী দুর্গন্ধও থাকবে না।

👉 গরু তার কান এদিক ওদিক নাড়াচাড়া করে বার বার কানের ছিদ্রপথ যদি সম্মুখ দিকে রাখার চেষ্টা করে তাহলে সেটা সুস্থ গরুর লক্ষণ।
👉 গরু জাবর কাটছে কিনা। এই জাবর কাটাটাই হচ্ছে সুস্থ গরুর অন্যতম লক্ষণ।
👉 সুস্থ গরুর গায়ের লোম হবে চকচকে এবং মসৃণ।

👉 গরুর ক্ষুরার চারপাশে যে আবরণ থাকে সেটা মসৃণ কিনা, ক্ষুরার আগা স্বাভাবিক ভাবে আছে কিনা, ক্ষুরার চারপাশের আবরণের উপর হাল্কা অথচ স্পষ্ট রেখা আছে কিনা। এই রেখা গুলির স্তর বৃদ্ধি কিন্তু গরুর দৈহিক বৃদ্ধি নির্দেশ করে।

👉 একই তালে লেজ নাড়াচাড়া করা মানে গরুর গায়ের তাপমাত্রা স্বাভাবিক এবং গরুর ইদ্রিয়গুলি সজাগ, মানে গরু সুস্থ।
👉 গরুর নাকে হাল্কা বিন্দু বিন্দু ঘাম জমে থাকা, গরুর ভালো স্বাস্থ্যের লক্ষণ।

ফার্মসএন্ডফার্মার/ ২৬ অক্টোবর ২০২১