খামার নিরাপদ রাখবেন যেভাবে

254

মুরগির খামার নিরাপদ রাখতে যা করতে হবে সেগুলো পোলট্রি খামারিদের সঠিকভাবে জেনে রাখতে হবে। আমাদের দেশে বর্তমানে ব্যাপকহারে মুরগি পালন করা হচ্ছে। তবে সঠিক ব্যবস্থাপনা মেনে না চলায় অনেকেই খামারে লোকসান করছেন। খামারের লাভ বা নিরাপত্তার কথা চিন্তা করে বেশ কিছু কাজ করা দরকার। আসুন আজকে জেনে নিব মুরগির খামার নিরাপদ রাখতে যা করতে হবে সেই সম্পর্কে-

মুরগির খামার নিরাপদ রাখতে যা করতে হবেঃ
১। মুরগির খামারের জন্য ছাদ বা চাল এমনভাবে নির্মাণ করতে হবে যাতে কোনভাবেই এর ভিতর দিয়ে বৃষ্টির পানি বা রোদ প্রবেশ করতে না পারে।

১। মুরগির খামারে সব সময় খামারে আলো-বাতাস চলাচলের জন্য খামারের চারদিকের দেয়ালে ফাঁকা জায়গা রাখতে হবে। আবার প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে দ্রুত ফাঁকা স্থান ঢেকে দেওয়া যায় সেজন্য পর্দার ব্যবস্থা রাখতে হবে।

৩। পোলট্রি খামারের ভেতরে বা বাইরে বৈদ্যুতিক তার যাতে ঝুলে না থাকে সেটিও খেয়াল রাখতে হবে। সঠিক নিয়ম মেনে সংযোগ প্রদান করতে হবে। বৈদ্যুতিক বাতি বা পাখা নিরাপদ দূরত্বে রাখতে হবে।

৪। বাইরের কোন প্রাণী বা চোর যাতে খামারে প্রবেশ করতে না পারে সেজন্য খামারের চারদিকে উচু দেয়াল নির্মাণ করে দিতে হবে। এতে পোলট্রি খামার অনেকটাই নিরাপদ থাকবে ও খামারে রোগের পরিমাণ কমে যাবে।

৫। খামারের অভ্যন্তরে নির্দিষ্ট স্থানে ও একটি নির্দিষ্ট দূরত্ব পর পর পোলট্রি লিটার, খাঁচা বা মাচা ব্যবহার করতে হবে। এতে করে খামারের শৃঙ্খলা বজায় থাকবে ও মুরগি পালন সহজ হবে।

৬। গরমের দিনে মুরগিগুলোকে রক্ষা করার জন্য টিনের চালের উপর সাদা রং দেওয়া যেতে পারে অথবা ছন দিয়ে চাল ঢেকে দিতে পারলেও ভালো হবে। এতে করে গরমে পোলট্রি হিট স্ট্রেস কমে যাবে।

ফার্মসএন্ডফার্মার/ ২৬ জানুয়ারি ২০২২