রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকা দরে। পাশাপাশি প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এছাড়াও অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।
শুক্রবার (৩ জুন) সকালে রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, সাতরাস্তা, মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার, পল্লবী ও সাভারের উলাইল ও গেন্ডা এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
এসব বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকা। বাজারে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ১৯০ টাকা। বাজারে গরুর মাংসের কেজি ৭০০ টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।
বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়।
ফার্মসএন্ডফার্মার/০৩জুন ২০২২