খুলনার ফুলতলায় বিনামুল্যে নাবি জাতের আমন ধানের চারা বিতরণ

343

1504715502

খুলনা থেকে: ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নাবি জাতের আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে দুর্যোগকালীন পুনর্বাসন কর্মসূচিতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে এসব চারা বিতরণ করা হয়।

কৃষি কর্মকর্তা রিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশরুবা ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবানন্দ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ময়েন উদ্দিন ময়না প্রমুখ।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম