খুলনায় উপকূলের কথা অনুষ্ঠানের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

304

[su_slider source=”media: 4332,4333,4334″ title=”no” pages=”no”] [/su_slider]

মো. আবদুর রহমান, খুলনা প্রতিনিধি: ইমপ্লিমেন্টেশন অব রুরাল রেডিও ইনিশিয়েটিভ (আরআরআই) আন্ডার কোস্টাল ক্লাইমেট রিসাইনমেন্ট ইনফ্রাসটাকচার প্রজেক্ট’র (সিসিআইআরপি) উদ্যোগে বাংলাদেশ বেতার খুলনায় প্রচারিত উপকূলের কথা অনুষ্ঠানের ওপর রিজিওনাল ট্রেনিং ওয়ার্কশপ অন কনটেন্ট এনালাইসিস এন্ড ইভাল্যুইশন শীর্ষক দু’দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা গত ২৪ এপ্রিল খুলনা নগরীর খামারবাড়িস্থ ডিএই কনফারেন্স রুমে শেষ হয়েছে। উদ্বোধনী দিনে এ উপলক্ষে কৃষি তথ্য সার্ভিসের উপপরিচালক (গণ যোগাযোগ) কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্য রঞ্জন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুল লতিফ, উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, বাংলাদেশ বেতার খুলনার উপ আঞ্চলিক পরিচালক মো. শহীদুল ইসলাম, ঢাকাস্থ কৃষি তথ্য সার্ভিসের তথ্য অফিসার (কৃষি) কৃষিবিদ মোহাম্মদ মন্জুর হোসেন ও আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষিবিদ মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরআরআই-সিসিআইআরপি’র লিড কমিউনিকেশন কনসালটেন্ট মো. সাইফুদ্দিন আহমেদ সবুজ।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আমাদের দেশের আবহাওয়া বৈচিত্রময়। দেশের এক বৃহৎ অংশ উপকূল জুড়ে অবস্থিত। উপকূলীয় অঞ্চলে লবণ পানির প্রভাবে ফসল যেমন নষ্ট হয় আবার লবণ পানিতে সাদা সোনা চিংড়ির চাষও ভালো হয়। তাই লবণ ও মিঠা পানিকে কাজে লাগিয়ে আমাদের সামগ্রিক উৎপাদন বাড়াতে হবে। কৃষি তথ্য সার্ভিস বিভিন্ন সময় চাহিদা অনুযায়ি তথ্য সরবরাহ করে আমাদের কৃষকভাইদেরকে সমৃদ্ধ করছেন। তিনি আরো বলেন, বাংলাদেশ বেতার, খুলনায় প্রচারিত উপকূলের কথা অনুষ্ঠানের মাধ্যমে উপকূলীয় কৃষি আরো সমৃদ্ধ হবে। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের কতটুকু উপকার হয়েছে তা সঠিকভাবে পর্যালোচনা করতে পারলে এ অনুষ্ঠান আরো জনপ্রিয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এলজিইডি, কৃষি তথ্য সার্ভিস, সিডিসি ও ইফাদ’র যৌথ অর্থায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ বেতার, রেডিও নলতা, রেডিও সুন্দরবন, এলজিইডি ও কৃষি তথ্য সার্ভিস’র মোট ৩০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।