খুলনায় পিজিবি প্রকল্পের আওতায় কর্মচারীদের কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

310
SAMSUNG CAMERA PICTURES

[su_slider source=”media: 4553,4554″ title=”no” pages=”no”] [/su_slider]

মো. আবদুর রহমান, খুলনা প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন (ডিএই অঙ্গ) প্রকল্পের আওতায় কর্মচারীদের ৪ দিনব্যাপি কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ গত (০৬ মে) খুলনাস্থ কৃষি তথ্য সার্ভিসের কম্পিউটার ল্যাবে শেষ হয়েছে। প্রকল্পের (পিসিইউ অঙ্গ) প্রকল্প সমন্বয়কারী পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসিন প্রধান অতিথি হিসেবে গত ০৩ মে এ প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন করেন। প্রকল্পের (ডিএই অঙ্গ) প্রকল্প পরিচালক কৃষিবিদ জি. এম. রুহুল আমিনের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ অমিতাভ মন্ডল ও যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মনোয়ার উল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মান কর্মসূচি সফল করতে হলে কম্পিউটারের কোনো বিকল্প নেই। অফিস আদালতের কাজ, রিপোর্ট রিটার্ণ ও অর্থনৈতিক যাবতীয় কাজ দ্রুততম ও নির্ভূলভাবে করতে হলে কম্পিউটার বিষযে জ্ঞান থাকা দরকার। এ প্রশিক্ষণ শেষে কম্পিউটারে কাজ করতে আরো সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশিক্ষণে পিরোজপুর, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেন।