গবাদিপশুকে ইউরিয়া প্রক্রিয়াজাত খাবার প্রদানে যেসব সর্তকতা গ্রহণ করা উচিৎ

663

গরু মোটাতাজাকরণ একটি লাভজনক বিনিয়োগ। এই বিনিয়োগের মাধ্যমে অনেক খামারিরা স্বাবলম্বী হয়েছেন। গরু মোটাতাজাকরণে লাভ করবেন নাকি লস করবেন তা মূলত নির্ভর করে আপনার গরু পালন ও খাদ্য ব্যবস্থাপনার উপর। অনেক খামারি গরুকে পর্যাপ্ত মোটাতাজাকরণের জন্য ইউরিয়া মোলাসেস খাওয়ায় তবে এই ইউরিয়া প্রক্রিয়াজাত খাবার প্রদানের সময় বেশকিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যদি সতর্কতা অবলম্বন করা না হয় তাহলে লাভ তো দূরে থাক লোকসান গুনতে হবে অনেক। আসুন জেনে নেই যেসব বিষয়ে একজন খামারিকে সতর্কতা অবলম্বন করতে হবে-

সতর্কতাঃ
এক বছরের নিচে গরুকে ইউরিয়া খাওয়ানো যাবে না।
কোনক্রমেই ২০ গ্রাম/৪ চা চামচ এর বেশি ইউরিয়া পশুকে দেওয়া যাবে না।
অবশ্য চিটাগুড় ২০০-২৫০ মিলি গ্রাম ছাড়া ব্যবহার করা যাবে না।
শুকনা খড়ের সংগে খাওয়াতে হবে।
কখনও মাত্রাতিরিক্ত ইউরিয়া খাওয়ানো যাবে না।
প্রথম বার বা হঠাৎ করে ২০ গ্রাম ইউরিয়া খাওয়ানো যাবে না। কারণ, এতে পশুর বদহজম হতে পারে এমনকি বিষ ক্রিয়ায় পশু মারা যেতে পারে।
অসুস্থ গরুকে ইউরিয়া খাওয়ানো যাবে না, তবে দূর্বল গরুকে পরিমাণের চেয়ে কম খাওয়ানো যেতে পারে।
তাই ৫ গ্রাম থেকে শুরু করে আস্তে আস্তে বৃদ্ধি করে সর্বোচ্চ ২০ গ্রাম খাওয়ানো যায়।
৮। ইউরিয়া খাওয়ানোর প্রাথমিক অবস্থা (৭ দিন পর্যন্ত পশুকে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে বেঁধে রাখতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে নিয়মিত গোসল করাতে হবে।

প্রকল্প মেয়াদ তিন মাস, শুরু হবে ইউরিয়া মিশ্রিত খাবার প্রদানের দিন থেকে। এই খবার খাওয়ানো শুরুর ১০-১৫ দিন পর হেমাটোপিন বিএস (১০এমএল) ইনজেকশন মাংসপেশীতে প্রয়োগ করলে মোটাতাজা করণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

গরু মোটাতাজাকরণের প্রকল্পগুলো বিভিন্ন বয়সী হতে পারে। যেমন ৩ বা ৪ মাস মেয়াদি। নির্ভর করছে খামারি কেনা গরুটি কি রকম মোটা করে কি দামে বিক্রি করবেন। দাম বেশি চাইলে প্রকল্প মেয়াদ দীর্ঘ হবে এবং কম চাইলে প্রকল্প মেয়াদ স্বল্প হবে।

ফার্মসএন্ডফার্মার/১৮এপ্রিল২০