গবাদিপশুর শেড তৈরির কৌশল ও ব্যবস্থাপনায় করণীয়

350

গবাদিপশুর শেড তৈরির কৌশল ও ব্যবস্থাপনায় করণীয়

আপনারা যারা নিজের বাড়িতে গবাদিপশু পালন করার পরিকল্পনা করেছেন তারা অনেকেই ভাবেন কিভাবে গরুর ঘর তৈরি করবেন ।

*আপনার বাড়িতে যেখানে আলো বাতাস চলাচল করতে পারবে এমন জায়গা বেছে নিন।

*নির্ধারিত জায়গায় ৬থেকে ৮ ইঞ্চি বালি ফেলুন এবং একটু ঢালু করে নিন যাতে পানি খুব তাড়াতাড়ি চলে যায়।নির্ধারিত জায়গার উপর ইট বিছিয়ে দিন এবং ১ থেকে ১ ১/২ সে:মি গ্যাপ রাখুন ।বালি সিমেন্ট পরিমাণ মত নিয়ে ইটের উপর দিয়ে একটি বস্তা দিয়ে লেপে দিন ।

*প্রতিটি পশুকে পৃথক রাখার জন্য জিআইপাইপ দিয়ে পার্টিশন দেয়া হয়, পার্টিশনের পাইপ লম্বায় ৯০ সে.মি. এবং উচ্চতায় ৪৫ সে.মি. হওয়া প্রয়োজন, একটি গরুর দাঁড়াবার স্থান ১৬৫ সে.মি., পাশের জায়গা ১০৫ সে.মি., খাবার পাত্র ৭৫ সে.মি. হওয়া প্রয়োজন, এবং গরুর পাশে একটু নিচু ওপর পাশে একটু উঁচু রাখবেন।

*গরু বাঁধার জন্য খাবার পাত্রের সাথে একটি করে রিং লাগিয়ে নিন।

*একই মাপে পশুর সংখ্যা অনুযায়ী জায়গা নির্ধারণ করে ঘর তৈরি করা হয়।

*একটি ড্রেন রাখুন যাতে করে মূত্র বা পানি নেমে যায়।

*একটু দূরে বাঁশের খাঁচা দিয়ে কুপ তৈরি করুন মাটি থেকে একটু উঁচু করেন বাইরের পানি যেনো না ঢুকে ড্রেন বা পাইপ দিয়ে করে পানি যাবার ব্যবস্থা করেন।

*উপরে ঢাকনার ব্যবস্থা করতে পারেন।

গবাদিপশু পালন ও কৃষি এবং নিরাপদ খাদ্য Livestock & Agriculture & Safe Food

ফার্মসএন্ডফার্মার/২২ডিসেম্বর২০২০