গবাদিপশু ও হাঁস-মুরগির খামার নিবন্ধন করবেন যেভাবে

2086

আজকাল অনেকেই বানিজ্যিকভাবে গবাদিপশু ও হাঁস-মুরগির খামার শুরু করেছেন কিন্তু খামার কিভাবে নিবন্ধন করতে হয় তা জানেন না । তাহলে আসুন আজ জেনে নেয়া যাক কিভাবে আপনি আপনার গরুর খামার নিবন্ধন করবেন-

খামার নিবন্ধন কেন করবেন?
পশুরোগ আইন ২০০৫ -এর ধারা ১৬ অনুসারে নিবন্ধন ব্যতীত কোন ব্যক্তি বাণিজ্যিক উদ্দেশ্য গবাদিপশু ও হাঁস -মুরগির খামার স্থাপন ও পরিচালনা করিতে পারবেন না।

সরকারি অনুদান/প্রণোদনা ইত্যাদি ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক প্রদত্ত সেবা যেমন: পরামর্শ, প্রশিক্ষণ, টিকা প্রয়োগ, পরিদর্শন ইত্যাদি ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

নিবন্ধন এর প্রয়োজনীয় কাগজপত্র (প্রতিটি ২ কপি করে):
১.প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফরমে আবেদন।
২.পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩.জাতীয় পরিচয়পত্র /জন্মনিবন্ধনের সত্যায়িত কপি।
৪.রেজিষ্ট্রেশন ফি জমার চালান।
৫.রেজিস্ট্রেশন ফি এর ভ্যাট জমার চালান।
৬.স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত সনদ।
৭.খামারের হালনাগাদ ট্রড লাইসেন্স।
৮.খামারের লে আউট

খামার স্থাপন ও পরিচালনার শর্তাবলী:( পশুরোগ আইন -২০০৫-ধারা ১৮ অনুসারে)
১.একটি বানিজ্যিক খামার হতে আরেকটি বানিজ্যিক খামারের দূরত্ব কমপক্ষে ২০০ মিটার হইতে হইবে।
২.লোকালয়ের বাহিরে খামার স্থাপন করিতে হইবে।
৩.লোকালয়ে কোন প্রকার দূর্গন্ধ/ অসুবিধা সৃষ্টি করিতে পারিবে না।
৪.খামারে দূষণমক্ত পরিবেশ থাকিতে হইবে।
৫.আবাসিক বাড়ির ভিতর কোন বানিজ্যিক খামার স্থাপন করা যাইবে না।
৬.খামার নিবন্ধনকৃত হইতে হইবে।
৭.মৃত বার্ড /খামারের বর্জ্য / লিটার ফেলার জন্য পিট/ কম্পোষ্ট পিট বা আধুনিক ব্যবস্থা থাকিতে হইবে।

ফার্মসএন্ডফার্মার/০৭জানুয়ারি২০২১