গবাদিপ্রাণির খাদ্যভ্যাস, হজম ও বিপাক-জনিত রোগসমূহ কী, কারণ, লক্ষণ ও করণীয়

658

গবাদিপ্রাণির খাদ্য বলতে আমরা কাঁচা ঘাস, খড় ও দানাদার শ্রেণীর খাদ্যকে বুঝে থাকি। প্রাণির উৎপাদনের সাথে অর্থাৎ দুধ, মাংস, ডিম ও বছরে একটি বাচ্চা ইত্যাদির সাথে খাদ্যের গভীর সম্পর্ক রয়েছে। এই খাদ্য প্রাণিকে সরবরাহ করার ক্ষেত্রে সচেতনতা,ও পুষ্টিবিদের পরামর্শ মেনে রেশন/খাবার তৈরি ও ব্যবস্বাপনা করা উচিত। প্রাণির, বিশেষ করে গরুর খাদ্যভ্যাস, হজম, ও বিপাক-জনিত রোগ সমূহের জন্য মূলত আমাদের অসচেতনাই দায়ী। আমরা এই রোগ সমূহ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যেতে চাই। আমরা শুরুতে সাধারণ বদহজম কী, কারণ, লক্ষণ ও করণীয় নিয়ে আলোচনা করব।

সাধারণ বদহজমঃ

কারণঃ
হঠাৎ খাদ্যের পরিবর্তন বা অত্যাধিক খাবার খেলে ।
নিম্নমানের খাদ্য, বিনষ্ট খাদ্য এবং শস্য জাতীয় খাদ্য অধিক ভক্ষনে।
শুষ্কমৌসুমে পানি কম খেলে ।
অস্বাভাবিক খাদ্য (গর্ভফুল ) খেলে।
দীর্ঘদিন এন্টিবায়োটিক বা সালফোনামাইড গ্রপের ঔষধ খাওয়ানো।
লক্ষণঃ
হঠাৎ খাদ্যে অরুচি।
ক্ষুদামন্দা, ও দুর্বলতা।
পেটফাঁপা, কৌষ্ঠকাঠিন্য, সামান্য মলত্যাগ।
রোগ নির্ণয়ঃ
খাদ্যের ইতিহাস ।
বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ।

আমাদের করণীয়ঃ
একটি খামারকে সুন্দরভাবে পরিচালনা করতে চাইলে সবগুলি বিষয়কেই গুরুত্ব দেওয়া উচিত। এই জাতীয় সমস্যায় বা রোগে প্রাণি আক্রান্ত হলে আমাদেরকে অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের তত্বাবধানে চিকিৎসা গ্রহন করা উচিত। আপনি চাইলে এই সমস্যায় বা রোগে দেশের যেকোন প্রান্ত থেকে যে কোন সময়ে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা তাৎক্ষণিকভাবে ফোন করে গ্রহন করতে পারেন। এমনকি আপনার খামারের রেশন/ খাবার তৈরির জন্যও যে কোন সময়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহন করতে পারবেন। আমাদের সেবাটি কনসালটেনসি বা প্রেসক্রিপশন আকারে ইমেইল বা মেসেজ হিসাবে খামারীর হাতে পৌঁছে যায়।
অক্টোবর মাস জুড়ে প্রাণিসেবা ভেটের সকল সেবায় পাচ্ছেন ৫০% ছাড়!

সেবা নিতে ফোন করুনঃ ০১৮৪৭৪৬৯৯৪৩
ভিজিট করুনঃ pranishebavet.com.bd
আমাদের এই আলোচনায় পরবর্তী বিষয় হবে “গবাদিপ্রাণির পেট ফাঁপা ( ব্লট)”

ফার্মসএন্ডফার্মার/১০অক্টোবর২০