গরুকে টিকা দেওয়ার পরেও রোগ হওয়ার কারণ

576

2132016-37028

গরুকে টিকা দেওয়ার পরেও রোগ হওয়ার কারণ আমরা অনেকেই জানি না। আমাদের দেশে গবাদিপশু তথা গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালন করে অনেকেই তাদের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হচ্ছেন। গরু অনেক সময় বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এসময় গরুকে টিকা দেওয়ার প্রয়োজন হয়। অনেক সময় টিকা দেওয়ার পরেও রোগে আক্রান্ত হয়ে থাকে। আসুন জেনে নেই গরুকে টিকা দেওয়ার পরেও রোগ হওয়ার কারণ সম্পর্কে-

গরুকে টিকা দেওয়ার পরেও রোগ হওয়ার কারণঃ
গরুকে টিকা দেওয়ার পরেও অনেক সময় রোগে আক্রান্ত হয়ে থাকে। যেসব কারণে টিকা দেওয়ার পরেও গরু রোগে আক্রান্ত হতে পারে তা নিচে দেওয়া হল-

১। টিকা নষ্ট হলে বা পরিমান মতো সঠিক জায়গায় প্রয়োগ না করলে।

২। অন্য রোগ আক্রান্ত পশু- পাখির সাথে থাকলে।

৩। বায়ো সিকিউরিটি মেনে না চললে।

৪। অনেক সময় পরিদর্শক বা ডাক্তারদের মাধ্যমে গরু রোগ আক্রান্ত হতে পারে।

৫। খামারের পাশ দিয়ে রোগ আক্রান্ত অন্য পশুচলাচল করলে।

৬। অনেক সময় রাখালে মাধ্যমে ও ছড়ায় যেমন- কোন খামার ভিজিট বা বাজার থেকে এসে গোসল না করে সরাসরি খামারে ঢুকলে।

৭। টিকা দেওয়ার পরে যে টিকা বেচে যায় সেটা সঠিকভাবে গুছিয়ে না রাখলে অনেক সময় সেখান থেকে রোগ ছড়াতে পারে।

ফার্মসএন্ডফার্মার/৫ফেব্রু২০২০