গরুর খামার করে আসলে কি লাভ সম্ভব? আজ সে বিষয়ে একটি ধারনা দিবো।
ডেইরি ফার্মঃ
একটি গাভি যদি প্রতিদিন ১৫ লিটার দুধ দেয়! তাহলে, প্রতি লিটার দুধের দাম ৫০ টাকা হলে নিম্নে হিসাব দেয়া হল-
৫০*১৫= ৭৫০/- টাকা।
গাভির দৈনিক খাদ্য খরচ ২৫০-৩০০ টাকা। তাহলে দৈনিক লাভ থাকে,
৭৫০-৩০০= ৪৫০/- টাকা।
প্রতিদিন, ৪৫০ টাকা লাভ হলে মাসে, ৪৫০*৩০= ১৩,৫০০/- টাকা। যা একটি সাধারন চাকরির বেতনের থেকে কম না।
গাভি যদি ৩ টি থাকে। তাহলে মাসে লাভ আসে, ৪০,৫০০/- টাকা। যা একজন উর্ধতন কর্মকর্তার বেতন অপেক্ষা বেশি। মোট মুনাফা হতে যদি গরুর জন্য অতিরিক্ত খরচবাবদ ৩,৫০০/- টাকা বাদ দেন তাহলে অবশিষ্ট থাকে ৩৭,০০০/- টাকা।
যদি, ৩ টি গাভির জন্য একজন কর্মচারী রাখেন তাহলে তার বেতন ১০,০০০/- টাকা হলে, মুনাফা থাকে ২৭,০০০/- টাকা।
যদি আপনি নিজেই কাজ করেন এবং সব কিছু ঠিক থাকে তাহলে, ১৫ লিটার দুধের ৩ টি গাভিতে প্রতিমাসে প্রায় ৩৭,০০০-৪০,০০০/- টাকা আয় করা সম্ভব।
এখন প্রশ্ন হলো গাভির দুধ যখন কমে যাবে ও গাভির গর্ভাবস্থায় দুধ বন্ধের ২ মাস বিরতিতে এই অনুপাতে লাভ আসবে না। তো, সেসময়ের খরচবাবদ- গাভির বাছুরটির মূল্য বিবেচনায় রাখা হয়েছে।
(বিঃদ্রঃ উপরোক্ত হিসাবটি আনুমানিক গড় অনুপাতে করা হয়েছে। স্থান, কাল, পাত্র বিশেষে আয়ের পরিমান কম-বেশি হতে পারে।)
সঠিক পরিকল্পনা দ্বারা খামার গড়লে অবশ্যই এমনি লাভবান হওয়া সম্ভব। তবে, আপনার খামার যদি অপরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হয় তবে খামার লাভমান করা অনেক কঠিন।
তাই খামার হতে হবে পরিকল্পিত ও দক্ষ ব্যবস্থাপনায়। তবেই উপরোক্ত নিয়মে লাভ সম্ভব। আর এই সম্ভবনা নিশ্চিত করতে এবং ঝুঁকিমুক্ত খামার প্রতিষ্ঠা করতে এখনি যোগাযোগ করুন-
+8801837351561
[email protected]
ডেইরি ফার্ম ম্যানেজমেন্ট বাংলাদেশ
ফার্মসএন্ডফার্মার/ ৩০ জুলাই ২০২১