গরুর পেট ফাঁপা রোগের কারণ লক্ষণ প্রতিরোধ ও চিকিৎসা

1770

রোমন্থক পশুর পেটে অতিরিক্ত গ্যাস জমে পেট ফাঁপা বা টিমপ্যানি রোগ সৃষ্টি হয়। এর কারণে সৃষ্ট বদহজম রোগকে পেট ফাঁপা জনিত অর্জীর্ণতা রোগ বলে। সাধারণত পেটে শুধু মুক্ত গ্যাস জমা হলে তাকে টিমপানি এবং ফেনাযুক্ত গ্যাস বুদবুদ আকারে পেটে জমা হলে তাকে ব্লোট বলে।
কারণঃ
প্রধানত খাদ্যের কারণেই টিমপানি হয়। যেমন বংশগত কারণে বা খাদ্যনালীর স্বাভাবিক কার্যক্রম বাঁধাগ্রস্থ হলে, রুমেনের গতিশীলতা হ্রাস পেলে পশুর দেহের অভ্যন্তরে উৎপন্ন গ্যাসের পরিমাণ সঠিক পরিমাণে বের হতে না থাকলে টিমপ্যানি রোগ হয়। আবার অতিরিক্ত লিগুমিনাস ঘাস (যেমন বারসীম, মটর, খেসারী প্রভৃতি) সবুজ সরস ঘাস কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য খেলে ব্লোট রোগ সৃষ্টি হয়। চারনভূমিতে অধিক ইউরিয়া সার প্রয়োগ, খাদ্যে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন প্রদান করলে এ রোগ সৃষ্টি হয়।
লক্ষণঃ

হঠাৎ করে পেট ফুলে যায় যা উর্ধ্ব বাম পার্শ্বে স্পষ্ট বুঝা যায়।
আক্রান্ত পশু অস্বাচ্ছন্দ্য বোধ করে এবং বার বার মাটিতে শুয়ে পড়ে এবং উঠে।
শ্বাসকষ্ট হয় এবং পশু মুখ হা করে শ্বাস নেয়, জিহবা বেরিয়ে যায়, লালাক্ষরণ ও মাথা সামনের দিকে লম্বা করে রাখে।
পশুকে দুর্বল ও নিস্তেজ দেখায়, খাওয়া-দাওয়া বন্ধ করেদেয় এবং প্রস্রাব-পায়খানাও বন্ধ হয়ে যায়।
জাবর কাটা বন্ধ হয়ে যায়।
চিকিৎসাঃ

ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে নিন্মলিখিত ব্যবস্থাদি গ্রহণ করা যেতে পারেঃ-অতিতীব্র প্রকৃতির পেট ফাঁপা রোগে পশু শ্বাস কষ্টে মারা যেতে পারে। এ অবস্থায় পেটের উর্ধ্ব দিকের বামপাশে প্যারালাম্বার ফোসার মধ্যেখানে ছিদ্র করে গ্যাস বের করে ততে হয়। অতঃপর Stomaplex / Bovi C3 Powder প্রতি প্যাকেটের অর্ধেক ঔষধ ৫০০ মিঃ লিঃ পানির সাথে মিশিয়ে দিনে ২ বার খাওয়াতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২৭সেপ্টেম্বর২০