গরুর প্রেগনেন্সি টেস্ট করবেন যেভাবে

1996

গরুর প্রেগনেন্সি টেস্ট কিট যেভাবে ব্যবহার করবেনঃ
গরুর আরলি প্রেগনেন্সি টেস্ট কিট Colloidal gold method এর ভিত্তিতে কাজ করে যা খুবই সংবেদনশীল ও সঠিক ফলাফল দিয়ে থাকে।
এটা ব্যবহার করতে কোন বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। মাত্র ৫ মিনিটের মদ্ধেই ফলাফল পাবেন।

ব্যবহারের সময়ঃ
বীজ দেয়ার ১৮-২৪ দিনের মধ্যে।

কিভাবে ব্যবহার করতে হয়ঃ
১.একটা সময় বিশেষ করে খুব সকাল বেলা বাছাই করুন।
২.একটা বাটি/কাপে পরিষ্কার মুত্র সংগ্রহ করুন(সকালের মুত্র)
৩.কিট টা বের করুন।
৪.ড্রপারের সাহায্য কীটের উপরের ছোট্র গর্ত তে ৩-৪ ফোটা মুত্র দিন।
৫.ফলাফলের জন্য অপেক্ষা করুন ৫-১০ মিনিট
৬.ব্যবহারের পর কীট নির্দিষ্ট স্থানে ফেলে দিন।

ফলাফল দেখবেন যেভাবেঃ
১.নেগেটিভঃ যদি কন্ট্রোল লাইন (C line) একটা লাল দাগ দেখা যায় তাহলে নেগেটিভ মানে গাভীটি গর্ভবতী না।
২.পজিটিভঃঃ যদি কন্ট্রোল লাইনে (C & T) দুইটা লাল দাগ দেখা যায় তাহলে পজেটিভ মানে গাভীটি গর্ভবতী।
৩. ইনভ্যালিডঃ যদি C লাইন ও না দেখা যায় তাহলে কোন রেজাল্ট আসেনি আবার ভালোভাবে টেস্ট করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১২সেপ্টেম্বর২০