গরুর বিশ্রাম ও স্বাস্থ্য উন্নয়নে যা জানা জরুরী

355

download

গরুর বিশ্রাম ও স্বাস্থ্য উন্নয়নে যা জানা জরুরী তা আমাদের অনেকেরই জানা নেই। গরু পালনে লাভবান হওয়ার জন্য গরুকে প্রয়োজনীয় বিশ্রাম ও স্বাস্থ্য উন্নয়নে কাজ করতে হবে। অনেক গরু পালনকারী গরুর স্বাস্থ্য উন্নয়ন সম্পর্কে না জানার কারণে লোকসান করে থাকেন। চলুন জেনে নেই গরুর বিশ্রাম ও স্বাস্থ্য উন্নয়নে যা জানা জরুরী সে সম্পর্কে-

গরুর বিশ্রাম ও স্বাস্থ্য উন্নয়নে যা জানা জরুরীঃ
১। মুক্ত বাতাস প্রবাহের জন্য গরুকে খোলা অবস্থায় রাখতে হবে এবং মুক্ত ভাবে গরু পালন করতে হবে অর্থাৎ দড়ি বিহীন গরু পালন ব্যবস্থা চালু করতে হবে।

২। দিনে কম পক্ষে দুই বার গোসল করাতে হবে।

৩। রুমেন পিএইচ সঠিক রাখার জন্য সব সময় টিএমআর(টোটাল মিল রেশন) ফিডিং ব্যবস্থা রাখতে হবে।

৪। গরুর জন্য ২৪ ঘন্টা খাবার পানির ব্যবস্থা করতে হবে।

৫। এনার্জি ও প্রোটিনের চাহিদার ভিত্তিতে পুষ্টি হিসাব করতে হবে।

৬। দানাদার ও সবুজ ঘাস/খড় একত্রে মিশিয়ে গরুকে শুকনা খাদ্য প্রদান করা।

৭। সবুজ ঘাসকে গরুর প্রধান খাদ্য বিবেচনা করতে হবে ও ছোট করে কেটে খাওয়াতে হবে।

৮। দুধালো গাভী ও বকনাকে ভাত খাওয়ানো থেকে বিরত রাখতে হবে।

৯। গাভী পালনের ক্ষেত্রে দৈনিক প্রতিটি খরচ ও দুধ উৎপাদনের হিসাব রাখতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২০ফেব্রু২০২০