গরুর শক্ত জিহ্বা রোগের চিকিৎসা

871

fsfd-1904180916
গরুর শক্ত জিহ্বা রোগের চিকিৎসা সম্পর্কে আমরা অনেকেই জানি না। গরু পালনে লাভবান হওয়ার ক্ষেত্রে গরুর রোগ অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অনেক সময় গরু জটিল রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকে। গরুর শক্ত জিহ্বা রোগ তার মধ্যে অন্যতম। আসুন জেনে নেই গরুর শক্ত জিহ্বা রোগের চিকিৎসা সম্পর্কে-

গরুর শক্ত জিহ্বা রোগের চিকিৎসাঃ
রোগের কারণঃ

এক্টিনোব্যাসিলাস লিগনিয়ারেসি নামক ব্যাকটিরিয়া এ রোগের কারণ।

রোগের বিস্তারঃ

১। দূষিত খাদ্য ও পানির মাধ্যমে এ রোগ জীবাণু সংক্রমিত হয়।

২। মুখ গহ্বরের ভিতরে ক্ষত থাকলে সহজেই জীবাণু ক্ষতের মাধ্যমে সংক্রমিত হয়।

রোগের লক্ষণঃ

১। জিহ্বায় প্রদাহের ফলে জিহ্বা ফুলে উঠে, ক্ষত হয় ও লালা ঝরে ৷

২। পরে জিহ্বা মোটা ও শক্ত হয় ৷

৩। দীর্ঘ মেয়াদী ক্ষেত্রে মুখ থেকে জিহ্বা বেরিয়ে আসে ৷

৪। জিহ্বা নড়াচড়া করতে পারে না ৷

৫। জিহ্বা আক্রান্তের ফলে পশু খেতে ও চাবাতে করতে পারে না এবং অত্যাধিক লালা ঝরে ৷

৬। লসিকা গ্রন্থি (গলার নিচে, কানের নিচে থাকে) আক্রান্তের ক্ষেত্রে ফোলা অবস্থা, তাপযুক্ত ও ব্যথাহীন ফোড়া সৃষ্টি হয় ৷

৭। লসিকা গ্রন্থি আক্রান্তের ক্ষেত্রে শ্বাস নেয়ার সময় গড় গড় শব্দ হয় এবং শ্বাসকষ্ট হয় ৷

৮। পরে এই ফোড়া ফেটে গন্ধহীন সাদা পুঁজের সৃষ্টি করে ৷

৯। ত্বকীয় রোগে প্রধানত মুখ, মাথা, বক্ষঃস্থল ও উরুর ত্বক আক্রান্ত হয় ৷ ফলে ত্বকের ক্ষত থেকে হলুদ বর্ণের পুঁজ বের হয় ৷

চিকিৎসাঃ

১। সোডিয়াম আয়োডাইড ১০% (১০ গ্রাম ১০০ মিঃলিঃ পানির সাথে মিশাতে হবে) দ্রবন প্রতি ১২ কেজি দৈহিক ওজনের জন্য ১ গ্রাম মাত্রা হিসাবে আক্রান্ত পশুর শিরায় ইনজেকশন দিতে হবে।

২। সালফোনেমাইড ইনজেকশন যেমন: ডায়াডিন, ডিমিডিন প্রতি ৫০ কেজি দৈহিক ওজনের জন্য ১৫-৩০ মিঃলিঃ হিসাবে শিরায় ইনজেকশন দিতে হবে মোট ৩ দিন।

অস্ত্রপচারের মাধ্যমে চিকিৎসাঃ

অস্ত্রপচারের মাধ্যমে ফোড়ার পুঁজ বের করে টিনচার আয়োডিন যুক্ত গজ প্রয়োগ করে এ রোগের চিকিত্‌সায় অধিক ফল পাওয়া যায়। একদিন পর পর গজ বদল করতে হবে।

প্রতিরোধঃ

১। রোগাক্রান্ত পশুর দ্রুত চিকিত্‌সা করে এ রোগের সংক্রমণ দ্রুত প্রতিরোধ করা যায়।

২। পশুর খাদ্য ও পানি যাতে দূষিত না হয় তার ব্যবস্থা করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৩ফেব্রু২০২০