গরু পালনে লাভবান হওয়ার গোপন রহস্য

25

গরু পালনে লাভবান হতে চাইলে করণীয় সম্পর্কে আমরা অনেকেই ধারণা নেই। আমাদের দেশে গবাদিপশু তথা গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালন করে অনেকেই তাদের বেকারত্ব দূর করে স্বাবলম্বী হচ্ছেন। তবে গরু পালন করে লাভবান হতে চাইলে কিছু বিষয় খেয়াল রাখতে হয়। আসুন জেনে নেই গরু পালনে লাভবান হতে চাইলে করণীয় সম্পর্কে-

গরু পালনে লাভবান হতে চাইলে করণীয়ঃ
১। গরুর খাবার পাত্র আর পানির পাত্র আলাদা রাখতে হবে।
২। পানির পাত্রে সব সময় বিশুদ্ধ ও পরিষ্কার পানি রাখতে হবে।
৩। দানাদার খাবার অল্প পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
৪। ৬ মাসের গাভীন থেকে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত লবন ( NaCl) বন্ধ রাখতে হবে।
৫। নতুন বীজ দেওয়া হয়েছে এমন গাভী বা বকনাকে গাভীন গরুর পাশে রাখা যাবে না।
৬। ফার্মে ভাল পারসেন্ট এর রের্কড ব্রিডিং বুল তৈরি বা কিনতে হবে।
৭। নিজের খামারের বকনা বাচ্চাকে গাভী বানাতে হবে।
৮। খামারের বায়োসিকিউরিটি নিজে মানতে হবে এবং সবাইকে মানতে বাধ্য করতে হবে। সম্ভব হলে বাহিরের গোয়াল (দুধ দোহনকারি, যে অনেকের গাভী দোহন করে) পরিহার করতে হবে।
৯। কষ্ট হলেও খামারের জন্য রেকর্ড ফাইল তৈরি করতে হবে।
১০। কৃমিনাশক ও ভ্যাকসিন প্রয়োগ সঠিক সময়ে করতে হবে।