গরু মোটাতাজাকরণের মাধ্যমে সফল হতে করণীয়

388

download
গরু মোটাতাজাকরণের মাধ্যমে সফল হতে করণীয় সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আমাদের দেশে গবাদিপশু তথা গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালন করে অনেকেই তাদের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হচ্ছেন। গরু পালনে লাভবান হওয়ার ক্ষেত্রে মোটাতাজাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন জেনে নেই গরু মোটাতাজাকরণের মাধ্যমে সফল হতে করণীয় সম্পর্কে-

গরু মোটাতাজাকরণের মাধ্যমে সফল হতে করণীয়ঃ
গরু মোটাতাজা করার মাধ্যমে লাভবান হওয়ার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হল-

১। ভাল মানের ব্রিড বাছাইকরণ।

২। শুকনো কিন্তু রোগা নয় এমন গরু বাছাইকরণ করতে হবে।

৩। ৪ মাস পরপর সময়মত কৃমিমুক্ত করতে হবে।

৪। বছরে ২ বার ভ্যাকসিন প্রদান করতে হবে।

৫। প্রজেক্টের সময় নির্ধারন করতে হবে, সেক্ষেত্রে ৪ মাস সবচেয়ে ভালো।

৬। প্রজেক্টের সময় নির্ধারন অনুযায়ী গরু বাছাই করতে হবে।

৭। গরুর বয়স অনুযায়ী খাদ্য তালিকা তৈরী করে খাওয়াতে হবে।

৮। গরু ছেড়ে পালার চেষ্টা করতে হবে। এতে লেবার, বিদ্যুৎ ও পানির বিল খরচ কমে যাবে।

৯। কিছু প্রাথমিক চিকিৎসা নিজেই শিখে ফেলতে হবে।

১০। খামারে ডিজিটাল ওয়েট স্কেল রাখতে হবে এবং নিয়মিত গরুর ওজন মাপতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১১ফেব্রু২০২০