গর্ভবতী গাভী ও বাছুরের খাদ্যের মিশ্রণের তালিকা

412

গর্ভবতী গাভী ও বাছুরের খাদ্যের মিশ্রণের তালিকা খামারিদের ভালোভাবে জেনে রাখা দরকার। গাভী ও বাছুর পালনে পুষ্টিকর খাদ্য প্রদান করা খুবই জরুরী। এক্ষেত্রে খাদ্যের মিশ্রণ নিয়ে ধারণা থাকতে হয়। মনে রাখতে হবে সঠিক ও ভালো মানের খাদ্যের মাধ্যমেই লাভবান হওয়া যায়। আজ আমরা জানবো গর্ভবতী গাভী ও বাছুরের খাদ্যের মিশ্রণের তালিকা সম্পর্কে-

গর্ভবতী গাভী ও বাছুরের খাদ্যের মিশ্রণের তালিকাঃ
গর্ভবতী গাভীর সুষম খাদ্যের মিশ্রণঃ

গমের ভুষি ২০কেজি
ভুট্টার ভুষি ২০কেজি
তিল/বাদাম/সয়াবিন এর খৈল ১০ কেজি
ধানের কুড়া ১৫কেজি
চালের মিহি কুড়া ১০কেজি
মশুরের ভুষি ১০কেজি
ছোলা/মটরের ভুষি ১০কেজি
ঝিনুকের গুড়া ৩কেজি
লবণ ২কেজি
মোট ১০০ কেজি খাদ্যের তালিকা।

বাছুরের সুষম খাদ্যের তালিকাঃ

ভুট্টার ভুষি ২৫ কেজি
মশুরের ভুষি ১০ কেজি
গমের ভুষি ২৫ কেজি
ছোলা/মটরের ভুষি ১৫ কেজি
চালের মিহি কুড়া ২০ কেজি
ঝিনুকের গুড়া ৩ কেজি
লবণ ২ কেজি
মোট ১০০ কেজি সুষম দানাদার খাদ্য।

এছাড়াও পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, খড় এবং পানি গাভী ও বাছুরকে প্রদান করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২২মার্চ২০২১