গর্ভবতী গাভী ও বাছুরের সুষম খাদ্যের মিশ্রণের তালিকা

354

গর্ভবতী গাভীর সুষম খাদ্যের মিশ্রণের তালিকাঃ

১.গমের ভুষি ২০ কেজি
২. ভুট্টার ভুষি ২০ কেজি
৩.তিল/বাদাম/সয়াবিন এর খৈল ১০ কেজি
৪.ধানের কুড়া ১৫ কেজি
৫.রাইস পলিস ১০ কেজি
৬.মশুরের ভুষি ১০ কেজি
৭.ছোলা/মটরের ভুষি ১০ কেজি
৮. ডিসিপি ৩ কেজি
৯.লবণ ২ কেজি

মোট ১০০ কেজি খাদ্যের তালিকা।

বাছুরের সুষম খাদ্যের মিশ্রণের তালিকাঃ
১. গমের ভুষি ২৫কেজি
২. ভুট্টার ভুষি ২৫কেজি
৩. মশুরের ভুষি ১০কেজি
৪. ছোলা/মটরের ভুষি ১৫কেজি
৫. চালের মিহি কুড়া ২০কেজি
৬. ডিসিপি ৩কেজি
৭. লবণ ২কেজি

মোট ১০০ কেজি সুষম দানাদার খাদ্যের হিসাব। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, খড় এবং পানি গর্ভবতী গাভী ও বাছুরকে প্রদান করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ১৯ আগস্ট ২০২১