গাবতলীতে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

546

PIC-UNO-1

আল আমিন মন্ডল, বগুড়া থেকে: গতকাল রোববার বগুড়ার গাবতলীতে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন এবং ইউএনও মো. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, নশিপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিন্টু, দূর্গাহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি রেকসেনা জালাল, উপজেলা বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ফজলে বারী রতন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছরোয়ার মোর্শেদ নয়ন, কমিটির বিপ্লব কুমার মহন্ত, আহসান হাবীব তালুকদার রঞ্জু, রেজাউল করিম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ডা. হারুন, আহসান নাফি প্রমুখ।

এরপর গাবতলী সরকারি কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্নস্থানে বিপুল পরিমাণ ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন এবং বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০০৬ সালে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি গঠনের পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে সমগ্র গাবতলী উপজেলাকে বন্যপশু পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম