গাবতলীতে লাল তীর সবজি প্রদর্শনী মাঠ দিবস পালিত

488

সবজি-পদ্রদশী
আল আমিন মন্ডল, বগুড়া থেকে: বগুড়ার গাবতলী সুখানপুকুরের কেশবের পাড়া গ্রামে লাল তীর সবজি প্রদর্শনী মাঠ দিবস পালিত হয়েছে।

পার্পল কিং হাইব্রিড বেগুনের মাঠ দিবস উপলক্ষে গত মঙ্গলবার বিশিষ্ট ব্যবসায়ী এজাজ আহম্মেদ লাভলু সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, লাল তীর সিড লিমিটেড বগুড়া নর্থ ওয়েস্ট ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান, রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ হুমায়ূন কবির, প্রোডাক্ট ডেভলপমেন্ট ম্যানেজার এমদাদুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম।

মাঠ দিবস পরিচালনা করেন লাল তীর সিড লি. বগুড়া অ্যাসিসটেন্ট ম্যানেজার সেল্‌স আ. সালাম।
আরো বক্তব্য রাখেন কৃষক আ. লতিফ প্রমুখ। কৃষক আব্দুল লতিফ ইতোমধ্যে পার্পল কিং বেগুন বিক্রি করে এ সাফল্য অর্জন করায় এলাকায় বেশ পরিচিতি লাভ করেছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন