গাভীকে বীজ দেওয়ার পরেও গর্ভধারণ না হওয়ার কারণ
১। পালন করা গাভীর ডাক বা হিট না থাকলে বা সময় পার হয়ে গেলে গাভীকে বীজ বা সিমেন দিলে অনেক সময় গাভী গর্ভবতী হয় না।
২। প্রাকৃতিক বা ষাড় দ্বারা প্রজননের ক্ষেত্রে ষাড় যদি অপুষ্টিতে ভোগে এবং যৌন রোগে আক্রান্ত থাকে সেই ষাড় দ্বারা প্রজনন করালে গাভী অনেক সময় গর্ভবতী হয় না।
৩। যদি কোন কারণে গাভীর জরায়ু জীবাণু দ্বারা আক্রান্ত থাকে আর সেই গাভীকে যদি বীজ প্রদান করা হয় তাহলে সেই বীজ কোন কাজে আসবে না। ফলে গাভী গর্ভবতী হয় না।
৪। যেই গাভীর শরীরে অধিক কৃমি দ্বারা আক্রান্ত থাকে সেই গাভীকে বীজ প্রদান করা হলে অনেক সময় গাভীর গর্ভধারণ হয় না।
৫। প্রজননকৃত গাভীটি পুষ্টিহীনতায় বা অধিক দূর্বলতায় ভুগলেও অনেক সময় বীজ দিয়ে গাভী গর্ভবতী করা সম্ভব হয় না।
৬। সিমেন স্ট্র বা বীজে হিমায়িত শুক্রানু মৃত হলে গাভী গর্ভবতী হবে না।
৭। কোন কোন গাভী স্থায়ী ভাবে ওভুলেশন বা ডিম্বক্ষরণ প্রক্রিয়া নষ্ট বা বন্ধা হয়ে গেলেও অনেক সময় গাভী গর্ভবতী হয় না।
৮। অনেক ক্ষেত্রে বা কিছু গাভী কে ১২-১৮ ঘন্টার মধ্যে বীজ বা সিমেন দেয়ার পরেও গাভী টির ডাক বা হিট থাকলে আবার সিমেন বা প্রজনন না করালে গাভী পাল রাখবে না।
৯। অনভিজ্ঞ কৃত্রিম প্রজনন কর্মী দ্বারা বীজ প্রদান করা হলে অনেক সময় গাভী গর্ভবতী হয় না।
ফার্মসএন্ডফার্মার/ ২৫ ডিসেম্বর, ২০২২