গাভীর একটি মারাত্মক রোগ হলো কিটোসিস, চিকিৎসা

1562

23472292_325609237907537_2561605841300957408_n

কিটোসিস: গাভীর একটি মারাত্মক রোগ

কিটোসিস গাভীর একটি মারাত্মক রোগ। এই রোগ হলে খামারী একসময় গাভীর চিকিৎসা করাতে হাল ছেড়ে দেয় দীর্ঘমেয়াদি চিকিৎসা দিতে হয় বলে। যে কোন খামারে রোগটি খামারীদের জন্য অভিশাপ হয়ে আসে।গাভীর দেহের মধ্যে শর্করা জাতীয় খাদ্যের বিপাকক্রিয়ার কোন প্রকার বিঘ্ন ঘটলে রক্তে এসিটোন বা কিটোন নামক বিষাক্ত দ্রব্য অধিকমাত্রায় জমা হয়ে দেহ বিষিয়ে তোলে। এই বিষক্রিয়ার ফলেইকিটোসিস রোগের সৃষ্টি
হয়।
লক্ষণসমূহ:

১. ক্ষুধামন্দা দেখা দিতে পারে।
২. গাভীর দুধ কমে যেতে পারে।
৩. দৈহিক ওজন কমে যেত পারে।
৪. কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।
৫. এছাড়া আক্রান্ত পশুর নিঃশ্বাস-প্রশ্বাসে এসিটোনের মিষ্টি গন্ধ পাওয়া যেতে পারে।

চিকিৎসা:

অপটিকরটেনল-এস ইনজেকশন বা এই জাতীয় ওষুধের সাহায্যে অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের সহায়তায় এই রোগের চিকিৎসা করাতে হয়।

ফার্মসএন্ডফার্মার/০২মার্চ২০