গাভীর ওলানের বাট হলো নরম ত্বক। বিভিন্ন কারনে বাটেে ক্ষত/ফেটে ফেটে যেতে পারে। খামারীরা তখন মনে করে রাতে সাপে দুধ খেয়েছে।
মুলত গাভীর বাটে ক্ষত/ফেটেঁ যাওয়ার শতকরা ৯০ ভাগ কারন হলো বাছুরের দাতেঁর কারনে। অনেকসময় চত্রাকজনীত ইনফেকশন বা এলার্জি জনীত কারনেও বা আঘাতজনিত কারনেও এমন হতে পারে।
সমাধান;
১। এমন সমস্যা হলে সর্বপ্রথম বাছুরকে সরাসরিভাবে ওলানে দুধ খাওয়ানো বন্ধ করুন। নিয়ম হলো বাছুরের প্রতি ১০ কেজি ওজনের জন্য ১ লিটার দুধ দিনে খাওয়ানো তাই পরিমাপ করে বোতলের মধ্যে নিপল দিয়ে খাওয়াবেন।
২। বাছুরের চোখা দাতঁ গুলো প্রয়োজনে ঘষে সোজা করে দিতে পারেন।
৩। একজন অভিজ্ঞ ডিভিএম ডাক্তারের পরামর্শ নিন।
(বি:দ্র: এর পরেও কেউ যদি দাবি করেন তিনি নিজেই দেখেছেন সাপ গরুর ওলানে দুধ খায় তাহলে তাকে বুজানোর ক্ষমতা আমার নেই)
লেখক:
ডাঃমোঃ শাহ্-আজম খান
ডিভিএম, এমএস ইন এনিমেল সায়েন্স (হাবিপ্রবি)
নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড।
ফার্মসএন্ডফার্মার/৩০জুন২০