কৃত্রিম প্রজনন ফলপ্রসু না হওয়ার কারণঃ
প্রধানত: ৪টি কারণে গাভী গর্ভব্তী হয় না। সেগুলাে হল-
১) সিমেন স্ট্রঃ
কুটিপুর্ণভাবে স্ট্র পরিবহন।
ক্রুটিপূর্ণ স্ট্র সংরক্ষণ।
ক্রুটিপুর্ণ ভাবে সিমেন ক্যান থেকে স্ট্র বের করা।
সিমেন ক্যানে নাইট্রোজেনের পরিমাণ কমে যাওয়া।
সিমেন ক্যানের ঢাকনির সাথে সংলগ্ন লাল সিলের ক্রটি।
ক্রুটিপুর্ণ থয়িং পদ্ধতি।
২) প্রজননকারীর ত্রুটিঃ
প্রজননকারীর অনভিজ্ঞতা।
ক্রুটিপুর্ণ ও অদক্ষভাবে প্রজনন করানাে।
প্রজনন অংগের ভিতর ভুল স্থানে শুক্রানু স্থাপন।
গাভীর ইস্ট্রাস সম্বন্ধে ভুল ধারনা।
সঠিক সময়ে প্রজনন না করা।
জীবানু দ্বারা শুক্রানু সংক্রমিত হওয়া।
সিমেনের গুণগতমান সঠিক না থাকা।
প্রজননের পর গাভীকে বিশ্রাম না দেওয়া।
প্রজননকারীর সংক্রামক রােগে আক্রান্ত হওয়া।
৩) গাভীর ত্রুটিঃ
যৌন রােগে আক্রান্ত হওয়া।
জনন অঙ্গে যে কোন প্রকার প্রদাহ।
অনিয়মিত ঋতুচক্র।
পুনঃপুনঃ গরম হওয়া ভুল বা ফলস গরম হওয়ার লক্ষণ প্রকাশ পাওয়
হরমােন নিঃসরনের অভাব।
নীরব ইস্ট্রাস।
অধিক বয়স।
পুষ্টির অভাব।
৪) সিমেনের গুনাবলীঃ
★ মৃত শুক্রানুযুক্ত সিমেন ব্যবহার।
★ দুর্বল শুক্রানুযুক্ত সিমেন ব্যবহার।
★ সিমেনের মধ্যে প্রয়ােজনের তুলনায় শুক্রানুর সংখ্যা কম থাকা।
★ অনুর্বর ষাঁড়ের সিমেন ব্যবহার।