গাভীর ক্যালসিয়াম ডাউন হলে কি করবেন?

742

19420779_1789802857996393_7

উত্তেজিত হবেন না, নিজেকে শান্ত রাখুন। যতো তাড়াতাড়ি পারেন কুসুম কুসুম গরম পানিতে কোপাক্যালসিয়াম ডুবিয়ে রাখুন, যাতে গাভীর রক্তের মতো গরম হয়। একটু তফাৎ হলে সমস্যা নাই, তবে গরম হলে চলবে না।

প্রথম কাজ গাভীর ঘাড় সোজা করে ঘাড়ের নিচে বস্তা বা বস্তার ভিতর শুকনা খড় দিয়ে বালিশের মতো বানিয়ে দিন, যাতে শ্বাস-প্রশ্বাস পরতে পারে ঠিকমতো।

প্রথম অ্যান্টিহিস্টা ২০ সিসি পুশ করুন ঘাড়ের মাংসে, তাতে স্টোক এবং অন্য পার্শ্বপ্রতিক্রিয়া হবে না। তারপর A D 3, ২০ সিসি রানের মাংসে পুশ করুন, তাতে শরীরের তাপমাত্রা ঠিক রাখবে। তাপমাত্রা কমতে দিবে না। এটা প্রাথমিক চিকিৎসা।

এবার আসুন মূল চিকিৎসায়, ডেকসোকোপা স্যালাইন ঝুলান সুবিধামতো। স্যালাইন লটকানোর আগে স্যালাইনের ওপর কেটে ছিদ্র রাখবেন যাতে কোপাক্যালসিয়াম ঢালতে পারেন। এর পর মোটা নিডেল দিয়ে ঘারের রগ নির্ণয় করে নিডেল ফোটান। দেখেন রক্ত বের হচ্ছে কিনা বা iv মানে রগে পরেছে কিনা। যদি পরে তাহলে স্যালাইনের পাইপ নিডেলের ভিতর ঢুকান। ঢুকানোর আগে খেয়াল করবেন যাতে স্যালাইনের পাইপে বাতাস না থাকে। দরকার হলে অতিরিক্ত কিছু স্যালাইন বাইরে পরে ফেলে দিন।

লাইন নিডেলে ঢুকিয়ে চালু করুন এবং স্য্যালাইনের সাথে অল্প অল্প কোপাক্যালসিয়াম ঢালতে থাকুন। খেয়াল রাখবেন যতটুকু ঢুকছে রগে ততোটুকু ক্যালসিয়াম ঢালতে থাকুন। ৫০০ Mlপুরা সাথে যদি থাকে ক্যাটাফস জাতীয় যেকোনো ওষুধ দিতে পারেন ৪০ সি সি।

ক্যালসিয়াম চলা শেষ হবার আগে গাভী নড়াচড়া করতে পারে বা হাচ্ছি দিতে পারে, তখন লাইনের বোতাম ঘুরিয়ে ২০/৩০ সেকেন্ড বন্দ রাখুন, আবার চালু করুন শেষ পর্যন্ত চালান। শেষ হলে নিডেল খুলুন। তাকে স্বাভাবিক হতে দিন। ১০ মিনিট পর তাকে সোজা করে বসিয়ে দিন। আস্তে নাড়া দিন। দেখবেন গাভী উঠে গেছে।

এটা আমার পুরা প্র্যাকটিক্যাল করা চিকিৎসা। আপনারা যদি এ চিকিৎসা করেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। কারণ কোপাক্যালসিয়াম ব্যবহার করার সময় গাভী স্টোক হতে পারে। তবে আমার নিজের হাতে অনেক গাভীর ক্যালসিয়াম ডাউন চিকিৎসা করেছি। এ পর্যন্ত দুর্ঘটনা একটাও ঘটেনি। এখানে নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম।

যারা গাভী পালন করেন অবশ্যই A D 3, এন্টি হিসটামিন, ডেকসোকোপা স্যালাইন, কোপা ক্যালসিয়াম, স্যালাইনের সেট, মোটা নিডেল স্টকে রাখুন। এটি খুবই গুরুত্বপূর্ণ। গাভীর ক্যালসিয়াম ডাউনের সময় খুবই জরুরি। ডাক্তারের আশায় থাকলে গাভী বাঁচাতে পারবেন না (চিকিৎসা নিজে করবেন, যদি ডাক্তার দূরে থাকে) অন্তত ক্যালসিয়াম ডাউনের ক্ষেত্রে।

লেখক: কাজী মোরশেদ আহমেদ বাবু।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম